কুস্তি নির্বাচন নিয়ে ক্ষোভ বাড়ছে, পদ্মশ্রী সম্মান ফিরিয়ে প্রতিবাদ বজরংয়ের

Must read

নয়াদিল্লি: ভারতীয় কুস্তি সংস্থার নতুন সভাপতি হয়েছেন ব্রিজভূষণ শরণ সিং ঘনিষ্ঠ সঞ্জয় সিং। বৃহস্পতিবার যার প্রতিবাদে ভবিষ্যৎ প্রজন্মকে শোষণের জন্য তৈরি থাকার বার্তা দিয়ে কুস্তি থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নেন সাক্ষী মালিক। রিও অলিম্পিকে ব্রোঞ্জজয়ী সাক্ষীর পর এবার পদ্মশ্রী সম্মান ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত আর এক তারকা কুস্তিগির বজরং পুনিয়ার (Bajrang Punia)।
টোকিও অলিম্পিকে ব্রোঞ্জজয়ী বজরং প্রধানমন্ত্রীকে চিঠিতে লিখেছেন, ‘‘পদ্মশ্রী পাওয়ার দিন এতটাই খুশি হয়েছিলাম যে নিজের আবেগ ধরে রাখতে পারিনি। তবে এই সম্মান ফিরিয়ে দিচ্ছি মহিলা কুস্তিগিরদের নিরাপত্তার কথা ভেবে। কুস্তি সংস্থার নিবার্চন দেখিয়ে দিয়েছে যে আমাদের ৪০ দিনের লড়াই ব্যর্থ হয়েছে। আমরা প্রতিবাদ বন্ধ করেছিলাম আশ্বাস পেয়ে। কিন্তু ব্রিজভূষণের বিরুদ্ধে অভিযোগের তালিকা ক্রমশই কমেছে। এটাই প্রমাণ করে ও কতটা প্রভাবশালী।’’
সাক্ষী, বজরংদের (Bajrang Punia) পাশে এসে দাঁড়িয়েছেন বীজেন্দ্র সিং। বীজেন্দ্র নিজেও চলতি বছরের শুরুতে যন্তর-মন্তরে ব্রিজভূষণের বিরুদ্ধে সাক্ষীদের ধরনামঞ্চে উপস্থিত ছিলেন। অলিম্পিকে ব্রোঞ্জজয়ী বক্সার বলেছেন, খেলোয়াড় হিসেবে এই ঘটনায় আমি ব্যথিত। অলিম্পিক, কমনওয়েলথ এবং এশিয়ান গেমসে দেশকে পদক দিয়েছে সাক্ষী। এমনকি বিনেশ ফোগট, বজরং পুনিয়াও কঠিন পরিশ্রম করে সবোর্চ্চ স্তরে পৌঁছে পদক জিতেছে। আর সাক্ষীর খেলা ছাড়ার সিদ্ধান্ত তো দেশের গণতান্ত্রিক পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে দিল।
ফেডারেশন অবশ্য নির্বাচনের পর যত দ্রুত সম্ভব অচলাবস্থা কাটিয়ে জাতীয় কুস্তিকে স্বাভাবিক ছন্দে ফেরাতে চায়। বন্ধ থাকা জাতীয় শিবির ও প্রতিযোগিতা কত তাড়াতাড়ি চালু করা যায় তার চেষ্টা চালাচ্ছে ফেডারেশনের নতুন কমিটি।

আরও পড়ুন- যুদ্ধ জয় করতেই কি দেশে গাঁজা সেবন বৈধ করল ইউক্রেন?

Latest article