নয়াদিল্লি, ১১ জানুয়ারি : এএফসি এশিয়ান কাপের জন্য মঙ্গলবার ২৩ সদস্যের দল ঘোষণা করে দিলেন ভারতীয় মহিলা ফুটবল দলের হেড কোচ থমাস দেনারবি। জুনিয়র ও অভিজ্ঞতার মিশ্রণে গড়া হয়েছে চূড়ান্ত স্কোয়াড। লিগামেন্টের চোটের জায়গায় অস্ত্রোপচারের পর এখনও সম্পূর্ণ ফিট হতে না পারায় এশিয়ান কাপের দলে জায়গা হয়নি অভিজ্ঞ বালা দেবীর। স্বপ্নভঙ্গ বাংলার সঙ্গীতা বাসফোড়ের। হাঁটুর চোটে তিনি ভুগছেন। ২৩ জনের দলে অধিনায়ক নির্বাচন না হলেও মনে করা হচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপের মতো এশিয়ান কাপেও দেশকে নেতৃত্ব দেবেন আশালতা দেবী।
আরও পড়ুন-করোনায় বিপন্ন টুসুশিল্পীরা
চলতি মাসের ২০ তারিখ থেকে মুম্বই-সহ মহারাষ্ট্রের তিনটি শহরে বসছে এশিয়ান কাপের আসর। গ্রুপ ‘এ’-তে ভারতের সঙ্গে রয়েছে ইরান, চাইনিজ তাইপে ও চিন। ২০ জানুয়ারি উদ্বোধনী দিনেই আশালতা, অদিতিদের প্রতিপক্ষ ইরান। এই প্রতিযোগিতার নকআউট পর্বে পৌঁছতে পারলে মেয়েদের ২০২৩ বিশ্বকাপে খেলার সুযোগও চলে আসতে পারে ভারতের সামনে।
ঘোষিত ভারতীয় দলের ১৫ জন প্লেয়ার ২৫ বছরের নিচে। কোচ দেনারবি বলছেন, তারুণ্য ও অভিজ্ঞতার মিশ্রণে গড়া এই ভারতীয় দলের প্রত্যেকে মাঠে ও মাঠের বাইরে পরস্পরকে সাহায্যের জন্য তৈরি। ডাচ কোচ বলেন, ‘‘অল্পবয়সিরা নিজেদের প্রমাণ করার জন্য মুখিয়ে আছে। দলের মধ্যে স্বাস্থ্যকর প্রতিযোগিতা রয়েছে যা দলের পারফরম্যান্স উন্নত করতে সাহায্য করবে। অভিজ্ঞরা তরুণদের গাইড করছে।” তবে শুরু থেকেই বড় কিছু ভাবছে না দল। দেনারবি বলে দিলেন, ‘‘আমরা এক-একটা ম্যাচ ধরে এগোতে চাই। নিজেদের উপর অহেতুক চাপ বাড়াতে চাই না।”