পেরোসেভিচের শাস্তি বহাল, বৈঠকে গরহাজির কর্তারা

চলতি আইএসএলে এখনও জয়ের দেখা নেই। তার উপর দলের সেরা বিদেশি ফুটবলার অ্যান্তনিও পেরোসেভিচ পাঁচ ম্যাচ নির্বাসিত।

Must read

প্রতিবেদন : চলতি আইএসএলে এখনও জয়ের দেখা নেই। তার উপর দলের সেরা বিদেশি ফুটবলার অ্যান্তনিও পেরোসেভিচ পাঁচ ম্যাচ নির্বাসিত। এর পরেও দায়সারা মনোভাব এসসি ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্টের। যার খেসারত ফের একবার দিতে হচ্ছে ইস্টবেঙ্গল দলকে।

পেরোসেভিচের পাঁচ ম্যাচের নির্বাসন কমানোর আবেদন করেছিল এসসি ইস্টবেঙ্গল। অথচ ফেডারেশনের অ্যাপিল কমিটির সদস্যরা সোমবার রাতে যখন পেরোসেভিচের শাস্তি পুনর্বিবেচনার আবেদনের শুনানি নিয়ে বৈঠকে বসলেন, তখন সেই বৈঠকে গরহাজির থাকলেন এসসি ইস্টবেঙ্গলের কর্তারা। যা চরম অপেশাদারিত্বের নমুনা। যা নিয়ে দলের মধ্যেই প্রশ্ন উঠে গিয়েছে। কারণ, শুনানি সভায় ক্লাবের কোনও প্রতিনিধি হাজির না থাকায় পেরোসেভিচের পাঁচ ম্যাচ নির্বাসন বহাল থাকল।

আরও পড়ুন-এশিয়ান কাপের দলে নেই বালা দেবী

কিন্তু কেন এমন ঘটল? সোমবার দুপুরেই মেল করে এসসি ইস্টবেঙ্গলকে জানিয়ে দেওয়া হয়েছিল সন্ধ্যা সাড়ে সাতটায় সভা। ইমেলে পাঠানো ভিডিও লিঙ্কে ঢুকতে হবে বৈঠকে। ফেডারেশনের পক্ষ থেকে আধঘণ্টা আগে ইস্টবেঙ্গলের এক কর্তাকে ফোন করে মিটিংয়ের কথা মনে করিয়েও দেওয়া হয়। নির্ধারিত সময় সন্ধ্যা সাড়ে সাতটায় অ্যাপিল কমিটির সদস্যরা বৈঠক শুরু করেন। কিন্তু রাত সাড়ে আটটার পর বৈঠকের কথা মনে পড়ে লাল-হলুদ ম্যানেজমেন্টের।

তখন ফেডারেশনের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানিয়ে দেয়, বৈঠক শেষ হয়ে গিয়েছে। নতুন করে লিঙ্ক পাঠানো সম্ভব নয়। ফলে বিনা শুনানিতে শাস্তি বহাল তো থাকলই। উল্টে নির্বাসন কমানোর আবেদন করায় অ্যাপিল খরচ বাবদ অতিরিক্ত ৬০ হাজার টাকাও ফেডারেশনকে দিতে হবে এসসি ইস্টবেঙ্গলকে। পাঁচ ম্যাচ নির্বাসনের সঙ্গে আগের ১ লক্ষ টাকা জরিমানা তো ছিলই। জরিমানার অর্থ না দিলে নির্বাসন আরও বাড়বে ক্রোয়েশিয়ান স্ট্রাইকারের।

Latest article