বলজিৎ জীবিত

Must read

বেঁচে আছেন পর্বতারোহী বলজিৎ কাউর (Baljit kaur)। নেপালের অন্নপূর্ণা শৃঙ্গ অভিযান শেষে ফেরার পথে সোমবার খারাপ আবহাওয়ার কবলে পড়েছিলেন তিনি। খুঁজে পাওয়া যাচ্ছিল না বলজিৎকে। এরপর বলজিতের (Baljit kaur) অভিযানের আয়োজক সংস্থা পায়োনিয়ার ঘোষণা করেছিল যে, এই পর্বতারোহীর মৃত‍্যুর হয়েছে। কিন্তু মঙ্গলবার বেলা গড়াতেই সেই পায়োনিয়ারের তরফে জানান হল, বলজিৎ বেঁচে আছেন। মঙ্গলবার ভোরে তাঁকে খুঁজে পাওয়া গিয়েছে। তিনি অক্সিজেন ছাড়াই ৮০৯১ মিটার উঁচু অন্নপূর্ণা শৃঙ্গে আরোহণ করেছেন। মঙ্গলবার ভোরে উদ্ধারকারী শেরপা দলের সদস্যেরা একাই বলজিৎকে ৪ নম্বর শিবিরে কাছে ৭৩৭৫ মিটার উচ্চতায় নেমে আসতে দেখেন। দ্রুত তাঁকে উদ্ধার করতে হেলিকপ্টার পাঠানো হয়।

আরও পড়ুন- প্রধানমন্ত্রী ও ডোভালই দায়ী, বিস্ফোরক প্রাক্তন সেনাপ্রধান

 

Latest article