লিওনেল মেসির হাত ধরেই ৩৬ বছরের অপেক্ষার পর আর্জেন্টিনা পেয়েছে বিশ্বকাপ। এবার আরও একবার শ্রেষ্ঠত্বের শিরোপা মেসির। বিশ্বের সেরা ফুটবলার হলেন আর্জেন্টাইন তারকা। অষ্টম বারের জন্য জিতলেন ব্যালন ডি’ওর। ৩৬ বছর বয়সে অষ্টম ব্যালন ডি’ওর জিতে নতুন রেকর্ড করেছেন মেসি (Ballon d’Or 2023- Messi)।
আরও পড়ুন-শ্রীলঙ্কাকে হারিয়ে দৌড়ে টিকে রইল আফগানিস্তান
সোমবার ফ্রান্সের প্যারিসে আর্লিং হালান্ড ও কিলিয়ান এমবাপেকে পরিসংখ্যানে হারিয়ে সেরার মুকুট নিজের মাথাতেই তুলে নিলেন মেসি। ব্যালন ডি’অর (Ballon d’Or 2023- Messi) খেতাব হাতে পেয়েই আবেগঘন হয়ে পড়েন লিওনেল। কিংবদন্তি মারাদোনাকে উৎসর্গ করে তিনি বলেন, ‘কয়েকটা কথা দিয়েগোর জন্য। আজ তোমার জন্মদিন।“ মেসি ওই মঞ্চ থেকে মারাদোনাকে স্মরণ করে জানালেন, “দিয়েগোকে নিশ্চয়ই সেরা প্লেয়ার, কোচরা ঘিরে রেখেছে। তুমি যেখানেই থাকো না কেন, এই ট্রফিটা তোমাকেই দিলাম।’