শ্রীলঙ্কাকে হারিয়ে দৌড়ে টিকে রইল আফগানিস্তান

বিশ্বকাপে আফগান-রূপকথা অব্যাহত। সোমবার শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারিয়ে সেমিফাইনালে ওঠার স্বপ্ন বাঁচিয়ে রাখল আফগানিস্তান।

Must read

পুণে, ৩০ অক্টোবর : বিশ্বকাপে আফগান-রূপকথা অব্যাহত। সোমবার শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারিয়ে সেমিফাইনালে ওঠার স্বপ্ন বাঁচিয়ে রাখল আফগানিস্তান। এই জয়ের সুবাদে ৬ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠে এলেন রশিদ খানেরা। অন্যদিকে, সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার মুখে শ্রীলঙ্কা।

আরও পড়ুন-ভবিষ্যৎ ক্রেডিট কার্ড ও স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিয়ে তৎপর প্রশাসন

এদিন, আফগানিস্তানের জয়ে ব্যাট হাতে বড় অবদান রাখলেন আজমতুল্লা ওমরজাই এবং অধিনায়ক হাসমতুল্লাহ শাহিদি। অসমাপ্ত চতুর্থ উইকেটে ১১১ রান যোগ করে ২৮ বল বাকি থাকতেই দলকে জয় এনে দেন দু’জনে। ওমরজাই ৬৩ বলে ৭৩ করে নট আউট থাকেন। শাহিদির অবদান ৭৪ বলে অপরাজিত ৫৮। শ্রীলঙ্কাকে আড়াইশোর কম রানে আটকে রাখতে বল হাতে বড় ভূমিকা নিয়েছিলেন ফজলহক ফারুকি। বাঁ হাতি আফগান পেসার ৩৪ রানে ৪ উইকেট দখল করেন। অন্যদিকে, ক্রিজে জমে গিয়েও বড় ইনিংস খেলতে পারেননি পাথুম নিশঙ্কা। তিনি ৬০ বলে ৪৬ রান করেন। অধিনায়ক কুশল মেন্ডিসের অবদান ৫০ বলে ৩৯।

আরও পড়ুন-আন্দোলন চতুর্থ দিনে ধর্নামঞ্চ থেকে তোপ ক্রেতাসুরক্ষা মন্ত্রীর

রান তাড়া করতে নেমে, প্রথম ওভারেই রহমতুল্লাহ গুরবাজের (০) উইকেট হারিয়ে বসেছিল আফগানিস্তান। এরপর দলকে টানছিলেন ইব্রাহিম জারদান ও রহমত শাহ। দু’জনে মিলে ৭৩ রান যোগ করার পর, ব্যক্তিগত ৩৯ রানে আউট হন ইব্রাহিম। রহমত দারুণ ব্যাট করছিলেন। কিন্তু ৭৪ বলে ৬২ রান করে তিনিও প্যাভিলিয়নে ফেরেন। যদিও শাহিদি-ওমরজাই জুটির সৌজন্যে জয় আটকায়নি।

Latest article