ভবিষ্যৎ ক্রেডিট কার্ড ও স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিয়ে তৎপর প্রশাসন

এদিকে সরকার চলতি আর্থিক বছরে স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পের আওতায় ২৩ হাজার পড়ুয়াকে উচ্চশিক্ষার জন্য ঋণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

Must read

প্রতিবেদন : রাজ্য সরকারের ভবিষ্যৎ ক্রেডিট কার্ড ও স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পের মাধ্যমে উচ্চশিক্ষা এবং কর্মসংস্থানের সুযোগ বাড়াতে বিশেষ অভিযান শুরু হচ্ছে। আগামী ২ নভেম্বর থেকে ১০ নভেম্বর পর্যন্ত রাজ্যজুড়ে এই অভিযান চালানো হবে বলে সরকারের তরফে জানানো হয়েছে। একইসঙ্গে রাজ্য সরকারের পোর্টালে পরিযায়ী শ্রমিকদের নাম নথিভুক্ত করার জন্যও মঙ্গলবার থেকে ১০ নভেম্বর পর্যন্ত অভিযান চলবে।

আরও পড়ুন-আন্দোলন চতুর্থ দিনে ধর্নামঞ্চ থেকে তোপ ক্রেতাসুরক্ষা মন্ত্রীর

সোমবার নবান্নে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর পৌরহিত্যে এই তিন প্রকল্পের অগ্রগতি নিয়ে এক বৈঠক হয়। সেখানে বিশেষ অভিযানকে সফল করতে বেশ কিছু নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব। ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্পের আওতায় যে সমস্ত ঋণ প্রাথমিকভাবে মঞ্জুর হয়েছে, সেগুলির চূড়ান্ত প্রক্রিয়া যাতে এই অভিযান চলাকালীন শেষ হয়, মুখ্যসচিব তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। মঞ্জুর হওয়া আবেদনপত্রগুলির ক্ষেত্রে যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করে যাতে ১০ নভেম্বরের মধ্যে আবেদনকারীদের টাকা দিয়ে দেওয়া হয়, ব্যাংকের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে তা নিশ্চিত করার জন্য মুখ্য সচিব নির্দেশ দিয়েছেন। এদিকে, এই সময়ের মধ্যে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্পে ৬০ হাজার এবং স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পে ২০ হাজার আবেদন মঞ্জুর করা হবে বলে মুখ্যসচিবকে আশ্বাস দিয়েছে স্টেট লেভেল ব্যাংকার্স কমিটি। বিভিন্ন ব্যাংক কর্তৃপক্ষ আগামী ১০ নভেম্বরের মধ্যে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড এবং স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পে জমা পড়া আবেদনগুলি পরীক্ষা করে ৮০ হাজার আবেদন অনুমোদন করার কথা জানিয়েছে।

আরও পড়ুন-কালীপুজো, ভাইফোঁটায় কর্মীদের আরও ছুটি রাজ্যে

এদিকে সরকার চলতি আর্থিক বছরে স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পের আওতায় ২৩ হাজার পড়ুয়াকে উচ্চশিক্ষার জন্য ঋণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পে চলতি বছরের অক্টোবর মাস পর্যন্ত ১৮ লক্ষ ৫৮ হাজারের বেশি ঋণের আবেদন মঞ্জুর করা হয়েছে। তার মধ্যে এ পর্যন্ত ঋণ পেয়েছে ৩৫ হাজার ৫৮৯ জন, যা মোট আবেদনের ৬১ শতাংশ। ঋণ হিসাবে দেওয়া হয়েছে ৪৯৪ কোটি টাকার বেশি। ১৯টি ব্যাঙ্ক এই প্রকল্পের সঙ্গে যুক্ত হয়েছে। বাকি ঋণের আবেদন যাতে দ্রুত মঞ্জুর করা হয়, সে ব্যাপারে রাজ্য সরকারের তরফে ব্যাঙ্ক গুলির কাছে আবেদনও জানানো হয়েছে।

আরও পড়ুন-নির্বাচনের আগে আমলাদের দিয়ে প্রচারের কৌশল! কেন্দ্রের পদক্ষেপের সমালোচনা জহরের

এদিকে পরিযায়ী শ্রমিকদের নাম নথিভুক্ত করার জন্য পৃথক পোর্টাল চালু করেছে রাজ্য সরকার। এই পোর্টালে নিজেদের নাম নথিভুক্ত করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিযায়ী শ্রমিকদের আবেদন জানিয়েছেন। রাজ্য সরকারের লক্ষ্য, এই শ্রমিকরা বাইরে কাজে গিয়ে কোনও বিপদে পড়লে তাঁদের এবং তাঁদের পরিবারের সহযোগিতার জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া। দুয়ারে সরকার শিবির থেকেও ওই শ্রমিকদের নাম নথিভুক্ত করার সুযোগ মিলেছে। এবার শুরু হচ্ছে বিশেষ অভিযান। অভিযান চলাকালীন প্রশাসনের কর্তারা বাড়ি বাড়ি গিয়ে পরিযায়ী শ্রমিকদের সম্পর্কে খোঁজ খবর নেবেন। ইতিমধ্যে ১৪ লক্ষ ২৫ হাজারের কাছাকাছি শ্রমিকের নাম সফলভাবে পোটালে নথিভুক্ত করা হয়েছে।

Latest article