বালুরঘাট দিবস পালিত

Must read

দুলাল সিংহ, দক্ষিণ দিনাজপুর : ইংরেজদের ইউনিয়ন জ্যাক নামিয়ে স্বাধীনতার আগেই বালুরঘাটে তিনদিন ধরে সদর্পে উড়েছিল ভারতের জাতীয় পতাকা। গৌরবোজ্জ্বল সেই ১৪ সেপ্টেম্বর দিনটিকে স্মরণ করে বালুরঘাটে প্রতি বছর পালিত হয় ‘বালুরঘাট দিবস’।

আরও পড়ুন :রেলে কর্মসংকোচন, বিক্ষোভ

১৯৪২–এর ১৪ সেপ্টেম্বর ডাঙ্গি এলাকা থেকে বিপ্লবী সরোজরঞ্জন চট্টোপাধ্যায়ের নেতৃত্বে হাজার হাজার মানুষ পায়ে হেঁটে ইংরেজদের প্রশাসনিক ভবনে গিয়ে ইউনিয়ন জ্যাক নামিয়ে ভারতের পতাকা তোলেন। আন্দোলনের জেরে ইংরেজরা পালিয়েছিল বালুরঘাট ছেড়ে। তিনদিন উড়েছিল ভারতের জাতীয় পতাকা। যা স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে এক উজ্জ্বল অধ্যায়। সেই ঐতিহাসিক ১৪ সেপ্টেম্বর দিনটি এবারেও শ্রদ্ধা ও নিষ্ঠার সঙ্গে পালিত হল। শহিদ স্মারকে মালা দেন জেলার পুলিশ সুপার রাহুল দে। বালুরঘাট দিবস উদ্‌যাপন কমিটির ব্যবস্থাপনায় বালুছায়া ভবনে জাতীয় পতাকা তোলেন জেলাশাসক আয়েশা রানি। ছিলেন চেয়ারম্যান শেখর দাশগুপ্ত।

Latest article