সংবাদদাতা, বালুরঘাট : শহর পরিচ্ছন্ন রাখতে পুরসভার উদ্যোগ। বালুরঘাট পুরসভায় (Balurghat Municipal Corporation) নিয়োগ করা হচ্ছে প্রায় শতাধিক কর্মী। নির্মলসাথী হিসাবে ৪৭ জনের এবং নির্মল বন্ধু হিসাবে ৬১ জনের নাম রয়েছে। পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র জানিয়েছেন, নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের পর সিলেকশন কমিটির নির্বাচিতদের ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে। ট্রেনিং শেষে ইচ্ছুকরা দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করবে। ১৬ নভেম্বর বালুরঘাট পুরসভার (Balurghat Municipal Corporation) সুবর্ণতটে নির্মলসাথী ও নির্মল বন্ধু কাজের জন্য নির্বাচিতদের প্রশিক্ষণ দেওয়া হবে। উল্লেখ্য, বালুরঘাট পুরসভা চলতি বছরের ১৮ অগাস্ট সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমের কাজে অস্থায়ী দৈনিক মজুরি ভিত্তিতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গেছে, নির্মলসাথী কাজের জন্য একজন কর্মীকে দৈনিক ৩০৩ টাকা এবং নির্মল বন্ধু কাজের জন্য একজন কর্মীকে দৈনিক ২০২ টাকা মজুরি দেওয়া হবে। জানা গেছে, নির্বাচিত নির্মলসাথী ও নির্মল বন্ধুদের প্রশিক্ষণ শেষে শহরের বাড়ি বাড়ি থেকে পচনশীল ও অপচনশীল আবর্জনা সংগ্রহ, রিপোর্টিং, সচেতনতা বৃদ্ধির কাজে লাগানো হবে। বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র বলেন, সুডা ও পুর উন্নয়ন নিগমের উদ্যোগেই নিয়োগ করা হচ্ছে।
আরও পড়ুন-পাহাড়ে তুষারপাতের প্রবল সম্ভাবনা