রুশ সেনা ফিরতেই খেরসনে শুরু উৎসব

Must read

প্রতিবেদন: প্রায় নয় মাস একটানা লড়াইয়ের পর রুশ সেনার হাত থেকে খেরসন (kherson) ছিনিয়ে নিল জেলেনস্কি বাহিনী। রুশ সেনা ফিরে গেলেও তাদের নৃশংসতার ছাপ এখনও স্পষ্ট সেখানে। বেশিরভাগ এলাকায় বিদ্যুৎ নেই। জল নেই। আবাসনগুলি ভগ্নস্তূপ হয়ে পড়ে রয়েছে। মিলছে না পর্যাপ্ত খাবার। কিন্তু রুশ সেনা ফিরে যেতেই সেখানে বসন্তোৎসবে মেতেছে ইউক্রেনীয়রা। রবিবার সকাল থেকেই জাতীয় পতাকা হাতে নিয়ে খেরসনের (kherson) বাসিন্দারা পথে নামেন। সকলেই চিৎকার করে জাতীয় সংগীত গাইতে থাকেন। জড়িয়ে ধরেন একে অপরকে। শহরের হাতোগোনা বাসভবনে উড়তে দেখা যায় জাতীয় পতাকা। শহরের প্রায় সর্বত্র সেনাদের সংবর্ধনা দেওয়া হচ্ছে। জাতীয় পতাকায় সেনাদের সই নিয়ে তা ওড়াচ্ছেন অনেকেই।

আরও পড়ুন-মাঝ-আকাশে সংঘর্ষ, ৬ জনের মৃত্যুর আশঙ্কা

Latest article