পাহাড়ে তুষারপাতের প্রবল সম্ভাবনা

পারদ নেমে ১৮ ডিগ্রি

Must read

প্রতিবেদন: হালকা কুয়াশা, ভোরে শিরশিরানি হাওয়া। কলকাতায় (Kolkata- Winter) একধাক্কায় ১৮-র ঘরে নামল পারদ। রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের এক ডিগ্রি কম। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৪-৫ দিন কলকাতার তাপমাত্রা ২০-র নিচে থাকবে। দক্ষিণবঙ্গে রাতে তাপমাত্র ১-৩ ডিগ্রি কমবে। সরেছে পশ্চিমি ঝঞ্ঝা, জেলায় বাড়াবে শীতের (Kolkata- Winter) দাপট। হাওয়া অফিস বলছে আপাতত দু’-একদিন ১৮-এর কাছাকাছি নামতে পারে তাপমাত্রা। কার্যত সোমবার থেকেই কলকাতায় শীতের আমেজ। এই পশ্চিমিঝঞ্ঝা পূর্ব দিকে এলে দার্জিলিং, কালিম্পং এবং সিকিমে বৃষ্টি ও তুষারপাতের হতে পারে। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের নিম্নচাপটি কেরল উপকূলে দক্ষিণ-পূর্ব ও পূর্ব মধ্য আরব সাগরের অবস্থান করছে। এর প্রভাবে রবিবার কেরল ও মাহে-সহ সংলগ্ন এলাকায় প্রবল বৃষ্টির আশঙ্কা। তামিলনাড়ু, পন্ডিচেরি এবং করাইকালে প্রবল বৃষ্টির সম্ভাবনা। ১৪ নভেম্বর সোমবার পর্যন্ত মৎস্যজীবীদের এই এলাকায় সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। জেলায় জেলায় পারদ ১৫ ডিগ্রিতে নামতে পারে। আগামী চার-পাঁচ দিন অবস্থা থাকতে পারে বলে মনে করা হচ্ছে। সব থেকে বেশি পারদ নামবে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলাতে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার আন্দামান সাগর সংলগ্ন এলাকায় তৈরি হবে নিম্নচাপ। এই নিম্নচাপের অভিমুখ কোনদিকে হয়, সেদিকে নজর রাখছেন আবহবিদরা।

আরও পড়ুন-খাল সংস্কারে তৎপর বিধায়ক, রাজ্য বরাদ্দ করল ১৮ কোটি

Latest article