প্রতিবেদন : ফুটপাথে স্টল বা দোকানের মাথায় ছাউনি হিসেবে কোনওভাবেই ব্যবহার করা চলবে না প্লাস্টিক। কড়া সিদ্ধান্ত কলকাতা পুরসভার। এই সিদ্ধান্তকে অক্ষরে অক্ষরে কার্যকর করতে বর্ষার পরেই মহানগরী জুড়ে ব্যাপক অভিযান চালাবে পুরসভা। মহানাগরিক ফিরহাদ হাকিম জানিয়েছেন, দোকানদারদের সচেতন করতে প্রচার চালানো হবে।
আরও পড়ুন-কাশীপুরে বাড়িতে ফাটল, সরানো হল বাসিন্দাদের
শহর নোংরা করা চলবে না। মেয়র পারিষদ দেবাশিস কুমারের কথায়, টাউন ভেন্ডিং কমিটি গঠন করা হয়েছে। কমিটির বৈঠকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, ফুটপাথের স্টলের ছাউনি হিসেবে প্লাস্টিক ব্যবহার করা চলবে না। বর্ষা কেটে গেলেই শুরু হবে জোরদার অভিযান। ফুটপাথে কিংবা লাগোয়া রাস্তায় গজিয়ে উঠেছে স্টল সেখানেই ছাউনি হিসেবে ব্যবহার করা হচ্ছে প্লাস্টিক। পুরসভা চায় এসব বন্ধ করতে।