সংবাদদাতা, দিঘা : গভীর বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকুটি। তারই জেরে উত্তাল দিঘা-সহ ও উপকূলের সমুদ্র। তাই সমুদ্রস্নানে নিষেধাজ্ঞা জারি করল প্রশাসন। ইতিমধ্যেই মৎস্যজীবীদের জন্য জারি করা হয়েছে হলুদ সতর্কতা। রবিবার রাতের মধ্যেই সমস্ত মৎস্যজীবী ও ট্রলার উপকূলে ফিরে এসেছে বলে মৎস্য দফতর সূত্রে প্রকাশ। সোমবার দিনভর দিঘা-সহ উপকূলের বিভিন্ন এলাকায় মাইকে সতর্ক করল পুলিশ। ৮ থেকে ১১ অগাস্ট, নিম্নচাপের জেরে উপকূলে মুষলধারে বৃষ্টি, সঙ্গে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
আরও পড়ুন-উখরার মেয়েদের স্কুলে ভোজনালয়, জল-ধরো
সোমবার সকাল থেকেই দিঘা ও সংলগ্ন উপকূলে কখনও মুষলধারে, কখনও ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়েছে, কখনও-বা আকাশ ঢেকে যাচ্ছে কালো মেঘে। তবে বাতাসের গতিবেগ একটু বেশি থাকায় অন্য দিনের তুলনায় এদিন সমুদ্র ছিল অনেকটা উত্তাল। প্রশাসনের পক্ষ থেকে উপকূলে কড়া নজরদারির ব্যবস্থা করা হয়েছে। রবিবারের তুলনায় দিঘায় ভিড় ছিল একটু কম। তবে নিম্নচাপের প্রভাব কেটে গেলে দিঘা ও সংলগ্ন অন্যান্য পর্যটন কেন্দ্রে ব্যাপক পর্যটক সমাগম হবে বলে প্রশাসনের অনুমান। ১১ অগাস্ট বৃহস্পতিবার রাখিবন্ধনের জন্য রাজ্য সরকার ছুটি ঘোষণা করেছে। পরের দিন শুক্রবার ম্যানেজ করতে পারলেই, শনি ও রবি ছুটির দিন।
আরও পড়ুন-মন্ত্রীকে স্বাগত জানাতে ২০ হাজার লাড্ডু তৈরি
সোমবার ১৫ অগাস্টের ছুটি। সব মিলিয়ে টানা ছুটির জেরে নিম্নচাপের পরেই পর্যটকদের ঢল নামতে পারে বলে মনে করছে দিঘার হোটেল ব্যবসায়ী থেকে প্রশাসনিক কর্তারা। পর্যটকদের প্রতীক্ষায় রয়েছেন তাঁরা। সেই ভিড়ের সুবাদে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তাই নিরাপত্তা ব্যবস্থাকে জোরদার করতে শুরু হয়েছে প্রস্তুতি।