মন্ত্রীকে স্বাগত জানাতে ২০ হাজার লাড্ডু তৈরি

শুধু তাই নয়, দিনহাটার পাঁচমাথার মোড়ে সভামঞ্চে মন্ত্রীকে সংবর্ধনা দেওয়া হবে। সেখানে তাঁর হাতে তুলে দেওয়া হবে সবুজ রঙের বিশেষ লাড্ডু।

Must read

সংবাদদাতা, দিনহাটা : উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীকে সংবর্ধনা জানাতে প্রস্তুত কোচবিহার। উদয়ন গুহ মন্ত্রী হয়ে কোচবিহারে আসার প্রথম দিন ২০ হাজারেরও বেশি লাড্ডু বিলি করা হবে। দিনহাটা শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই লাড্ডু তৈরির কাজ চলছে। মঙ্গলবার পদাতিক এক্সপ্রেসে নিউ কোচবিহার স্টেশনে নামবেন মন্ত্রী উদয়ন। তৃণমূল কর্মী-সমর্থকেরা তাঁকে সেখান থেকে মোটরবাইকে র‍্যালি করে দিনহাটায় নিয়ে আসবেন। নিউ কোচবিহার থেকে দিনহাটার পথে প্রতিটি মানুষের হাতে এই লাড্ডু দেওয়া হবে।

আরও পড়ুন-তৃণমূল কর্মীকে মার ধৃত বিজেপি নেতা

শুধু তাই নয়, দিনহাটার পাঁচমাথার মোড়ে সভামঞ্চে মন্ত্রীকে সংবর্ধনা দেওয়া হবে। সেখানে তাঁর হাতে তুলে দেওয়া হবে সবুজ রঙের বিশেষ লাড্ডু। গত দু দিন ধরে দিনহাটার মাহেশ্বরী ভবনে বেশ কয়েকজন কারিগর ঘিয়ে ভেজে এই লাড্ডু তৈরি করে চলছেন। দিনহাটা শহর ব্লকের সহ-সভাপতি তথা পুরপ্রধান গৌরীশঙ্কর মাহেশ্বরী জানান, ‘আমাদের সকলের প্রিয় উদয়ন গুহ মন্ত্রী হয়ে মঙ্গলবার দিনহাটায় ফিরছেন। আনন্দের এই মুহূর্তকে সকলের সঙ্গে ভাগ করে নিতে ২০ হাজারেরও বেশি লাড্ডু তৈরি হচ্ছে।’

Latest article