তৃণমূল কর্মীকে মার ধৃত বিজেপি নেতা

এক তৃণমূল কংগ্রেস কর্মীকে বেধড়ক মারধর ও প্রাণঘাতী হামলা চালানোর অভিযোগ উঠল বিজেপি নেতা ও তাঁর দলবদলের বিরুদ্ধে।

Must read

সংবাদদাতা, মারিশদা : এক তৃণমূল কংগ্রেস কর্মীকে বেধড়ক মারধর ও প্রাণঘাতী হামলা চালানোর অভিযোগ উঠল বিজেপি নেতা ও তাঁর দলবদলের বিরুদ্ধে। অভিযুক্ত বিজেপি নেতা অসীমকুমার মাইতিকে গ্রেফতার করল পুলিশ। জখম তৃণমূল কর্মী বুদ্ধদেব গিরিকে কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পূর্ব মেদিনীপুরের কাঁথি ৩ ব্লকের মারিশদা থানার মুড়িসাই এলাকার ঘটনা। অসীমের বাড়ি উত্তর এক্তারপুর গ্রামে। কাঁথি ৩ ব্লকের পশ্চিম মণ্ডলের বিজেপির যুব মোর্চার সভাপতি।

আরও পড়ুন-পরিবেশবান্ধব মাটির রাখিতে স্বনির্ভর আদিবাসী মায়েরা

সোমবার অসীমকে কাঁথি আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজত দিয়েছেন। রবিবার কাঁথি ৩ ব্লকের মুড়িসাই কৃষি উন্নয়ন সমবায় সমিতির পরিচালন কমিটির নির্বাচন ছিল। তাতে জয়ী হয় প্রগতিশীল মোর্চার প্রার্থীরা। তারা রাতেই তৃণমূল কর্মীদের উদ্দেশে অশ্লীল গালিগালাজ করতে থাকে বলে অভিযোগ। তখনই সেই রাস্তা দিয়ে বাড়ি ফিরছিল তৃণমূল কর্মী ও অটোচালক বুদ্ধদেব গিরি। ওই কর্মীকে রাস্তায় ফেলে লোহার রড ও বাটাম দিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ।

Latest article