সংবাদদাতা, আলিপুরদুয়ার : ন’বছর ধরে বন্ধ থাকার পর অবশেষে খুলল ডুয়ার্সের বান্দাপানি চা- বাগান। এতে চা-বাগানের ১,২০০ শ্রমিক-সহ তাঁদের পরিবারের প্রায় ৬ হাজার সদস্য উপকৃত হবেন বলে আশা প্রশাসনের। সোমবার আনুষ্ঠানিকভাবে রাজ্যের মন্ত্রী বুলু চিকবড়াইক, তৃণমূল জেলা সভাপতি প্রকাশ চিকবড়াইক ও মাদারিহাটের বিধায়ক মনোজ টিগ্গা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন-পুলিশের উদ্যোগে বিনামূল্যে আইআইটি, নিটের কোচিং
তৃণমূলের আলিপুরদুয়ার জেলা সভাপতি প্রকাশ চিকবড়াইক বলেন, ‘‘পুজোর আগে চা- বাগান খুলে যাওয়ায় সবাই খুশি। পুজোর আগে সবাই বড় উপহার পেলেন। মুখ্যমন্ত্রীর উদ্যোগেই একের পর এক সব বন্ধ বাগান খোলা হচ্ছে।’’ বান্দাপানি চা-বাগানের কর্তৃপক্ষ সুরজিৎ বক্সি জানান, আগামিদিনে সমস্ত ট্রেড ইউনিয়নের সঙ্গে বসে শ্রমিকদের জন্য যা যা করণীয়, সিদ্ধান্ত নিয়ে এগোব আমরা। উল্লেখ্য, চলতি বছরের ১৫ জুলাই আয়োজিত বৈঠকে বাগানটি খোলার সিদ্ধান্ত হয়।