পুলিশের উদ্যোগে বিনামূল্যে আইআইটি, নিটের কোচিং

সোমবার এই কোচিং ক্লাসের উদ্বোধনে উপস্থিত ছিলেন আইজি নর্থ বেঙ্গল দেবেন্দ্রপ্রতাপ সিং, জেলা পুলিশ সুপার ওয়াই রঘুবংশী।

Must read

সংবাদদাতা, অলিপুরদুয়ার : অর্থের অভাবে দুঃস্থ মেধাবী ছাত্রছাত্রীদের যেন মেধা নষ্ট না হয় তাই বিনামূল্যে আইআইটি, নিট-সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার কোচিং ক্লাস শুরু করল অলিপুরদুয়ার জেলা পুলিশ। আলিপুরদুয়ার জেলার অন্তর্গত দুঃস্থ পরিবারের মেধাবী ছাত্রছাত্রীদের বিনামূল্যে দেওয়া হবে আইআইটি, জেইই/ডব্লুবিজেইই এবং নিটের প্রশিক্ষণ। প্রথমে পরীক্ষামূলক ভাবে ২৫ জনকে নিয়ে শুরু হয় এই অনলাইন কোচিং ক্লাস। মিলেছে সাফল্য। এরপর এই কোচিং ক্লাসে ছাত্রছাত্রী বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুন-তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাদিবসের প্রস্তুতি

সোমবার এই কোচিং ক্লাসের উদ্বোধনে উপস্থিত ছিলেন আইজি নর্থ বেঙ্গল দেবেন্দ্রপ্রতাপ সিং, জেলা পুলিশ সুপার ওয়াই রঘুবংশী। বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকারা, এনজিও সদস্যরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আলিপুরদুয়ার পুলিশ প্রশাসনকে। জেলা পুলিশ সুপার ওয়াই রঘুবংশী বলেন, ‘‘আমরা চাই আলিপুরদুয়ার থেকে আরও বেশি পরিমাণে ছাত্রছাত্রীরা আসুক আমাদের এই কোচিং সেন্টারে। আগামী দিনে দেশের মধ্যে সর্বভারতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষায় শীর্ষ স্থান দখল করুক তারা।’’ বর্তমানে এই কোচিং ক্লাসে ১৩৮ জন ক্লাস করছেন।

Latest article