তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাদিবসের প্রস্তুতি

রাজ্যজুড়ে প্রস্তুতি তুঙ্গে। তৃণমূল ছাত্র পরিষদ সূত্রে খবর, ২৯ অগাস্ট কলকাতায় তৃণমূল ছাত্র পরিষদের জনসভা রয়েছে।

Must read

সংবাদদাতা, বালুরঘাট : তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাদিবস ২৮ অগাস্ট। রাজ্যজুড়ে প্রস্তুতি তুঙ্গে। তৃণমূল ছাত্র পরিষদ সূত্রে খবর, ২৯ অগাস্ট কলকাতায় তৃণমূল ছাত্র পরিষদের জনসভা রয়েছে। ওই জনসভাকে সফল করে তুলতেই চলছে প্রস্তুতি। কর্মী-সমর্থকেরা করছেন মিটিং, মিছিল এবং বৈঠকও। জনসভার প্রচারে দক্ষিণ দিনাজপুর জেলায় প্রচারে একটি প্রাথমিক তালিকা ইতিমধ্যেই তৈরি করেছে দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূল ছাত্র পরিষদ নেতৃত্ব।

আরও পড়ুন-কোনও পুজোর অনুষ্ঠান মঞ্চে তাঁর সঙ্গে কারও ছবি থাকলে, সে দায় তাঁর নয়, তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়

দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি অতনু রায় জানিয়েছেন, তাঁরা খুব শীঘ্রই ভার্চুয়াল মাধ্যমে জেলা কমিটির সদস্য-সদস্যাদের নিয়ে সভা করবেন। পাশাপাশি তিনি জানিয়েছেন ২৯ অগাস্টের জনসভার প্রচারে ২৭ জুলাই থেকে দক্ষিণ দিনাজপুর জেলায় প্রস্তুতিসভা শুরু হবে। তিনি জানান, ২৭ জুলাই গঙ্গারামপুর ও তপন কলেজে এবং ২৮ জুলাই বুনিয়াদপুর ও হরিরামপুর কলেজে অনুষ্ঠিত হবে প্রস্তুতিসভা। ২৯ অগাস্ট জনসভার আগে আগামী মাসের প্রথম সপ্তাহে জনসভার প্রচারে দক্ষিণ দিনাজপুর জেলায় আসার কথা তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের।

Latest article