রাজ্য সরকারের রাজস্ব আদায়ের ভার পেল বন্ধন ব্যাঙ্ক

নবান্নের (Nabanna) তরফে প্রত্যেক দফতর থেকে রাজস্ব আদায়ের রিপোর্ট চেয়েছে। বকেয়া রাজস্ব যা এখনও আদায় হয়নি সেই তথ্য চাওয়া হয়েছে।

Must read

নবান্নের (Nabanna) তরফে প্রত্যেক দফতর থেকে রাজস্ব আদায়ের রিপোর্ট চেয়েছে। বকেয়া রাজস্ব যা এখনও আদায় হয়নি সেই তথ্য চাওয়া হয়েছে। বকেয়া রাজস্ব আদায় করতে এবার দায়িত্ব নিল বন্ধন ব্যাঙ্ক (Bandhan bank)। রাজ্য সরকারের হয়ে তারা রিকভারির কাজ করবে। নবান্নের পক্ষ থেকে এই নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর। রাজস্ব আদায়ের ক্ষেত্রে গভর্মেন্ট রিসিপ্ট পোর্টাল সিস্টেম বা গ্রিপস ব্যবহারের অনুমোদন পেয়েছে এই ব্যাঙ্ক। শুক্রবার রাজ্য়ের এই সিদ্ধান্তের কথা জানিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বন্ধন ব্যাঙ্কের তরফে। এই পোর্টালের মাধ্যমে রাজ্যবাসী কর ও কর বিহীন অন্যান্য লেনদেন খুব সহজেই করতে পারবেন বলে জানানো হয়েছে।

আরও পড়ুন-আজ মুখ্যমন্ত্রী বীরভূম যাচ্ছেন

রাজস্ব আয় যেকোন রকম সামাজিক প্রকল্প চালানোর ক্ষেত্রে বিশেষভাবে প্রয়োজনীয়। ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, খুব দ্রুত এই পরিষেবা চালু হবে। রাজ্যের প্রত্যেকটি জেলায় বন্ধন ব্যাঙ্কের শাখা রয়েছে। এরপর থেকে গ্রিপস পোর্টালের মাধ্যমে কর জমা দেওয়া যাবে। সম্পত্তি কর থেকে শুরু করে মোটর ভেহিক্যাল ট্য়াক্স ও প্রফেশনাল ট্যাক্স দেওয়া যাবে। এই পোর্টালের সৌজন্যে রাজ্য সরকারের ২৯টি দফতরে বিভিন্ন ধরণের পেমেন্ট করা যাবে। ২০২২–২৩ অর্থবর্ষে গ্রিপস পোর্টালে রাজ্য সরকার কর বাবদ ৫০ হাজার কোটি টাকা আয় করেছে। মনে করা হচ্ছে, বন্ধন ব্যাঙ্ক যুক্ত হলে টাকার অঙ্ক অনেকটাই বাড়বে। কেন্দ্রীয় সরকার বাংলার নানা প্রকল্পের টাকা আটকে রেখেছে। তাই এবার স্বনির্ভর হওয়ার পথ দেখছে রাজ্য সরকার।

উল্লেখ্য, গভর্মেন্ট রিসিপ্ট পোর্টাল সিস্টেম বা গ্রিপস রাজ্য সরকারের একটি পেমেন্ট পোর্টাল। ব্যবসায়ী ও উদ্যোগপতিরা এর সাহায্যে কর এবং অন্যান্য পেমেন্ট করতে পারেন। ২৪ ঘণ্টা এই অনলাইন পোর্টাল ব্যবহার করা যায়। ২০০১ সালে বন্ধন ব্যাঙ্ক কাজ শুরু করে এবং নারী ক্ষমতায়নে বহু কাজ করেছে।

Latest article