আজ মুখ্যমন্ত্রী বীরভূম যাচ্ছেন

রবিবার সিউড়ির চাঁদমারি ময়দানে তাঁর প্রশাসনিক সভা ও পরিষেবা প্রদান অনুষ্ঠান রয়েছে। তিনি জেলায় বেশ কিছু প্রকল্পের উন্নয়ন ও শিলান্যাস করবেন

Must read

প্রতিবেদন : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বীরভূম জেলা সফরে যাচ্ছেন। শনিবার বিকেলেই তিনি পা রাখবেন বীরভূমে। রবিবার সিউড়ির চাঁদমারি ময়দানে তাঁর প্রশাসনিক সভা ও পরিষেবা প্রদান অনুষ্ঠান রয়েছে। তিনি জেলায় বেশ কিছু প্রকল্পের উন্নয়ন ও শিলান্যাস করবেন। তার আগে শনিবার সন্ধ্যায় কোর কমিটির সদস্যদদের সঙ্গে তাঁর বৈঠকের কথা রয়েছে। ব্লক সভাপতি ও পুরসভার চেয়ারম্যানরাও উপস্থিত থাকতে পারেন এই বৈঠকে। রবিবার প্রশাসনিক বৈঠক থেকে যেমন শান্তিনিকেতনে বাউল বিতানের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী, তেমনই দেউচা-পাঁচামির কয়লা উত্তোলন শিল্পের জন্য জমিদাতা ৬০০টি পরিবারের ১ জন করে সদস্যের হাতে চাকরির নিয়োগপত্রও তুলে দেবেন। এছাড়া বোলপুরের বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল উদ্বোধনও করবেন তিনি।

আরও পড়ুন-কৃষিভবনে আক্রমণের সময় কোথায় ছিল স্বাধিকার কমিটি

শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক সভামঞ্চের প্রস্তুতি ঘুরে দেখেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, বীরভূমের জেলাশাসক পূর্ণেন্দু মাঝি, পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায়, সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায়চৌধুরী, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ, বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষ। উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের কথা মাথায় রেখেই বীরভূম সফরে সামান্য রদবদল করেন মুখ্যমন্ত্রী। রবিবারের পরিবর্তে তিনি শনিবারই রওনা হচ্ছেন লালমাটির জেলা বীরভূমে। জনগণের কাছে উন্নয়নের বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে বীরভূমে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। শনিবার সন্ধ্যায় বিশেষ বিমানে কলকাতা বিমানবন্দর থেকে অন্ডাল বিমানবন্দরের উদ্দেশে রওনা দেবেন মুখ্যমন্ত্রী। জেলার একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন শেষে রবিবারই কপ্টারে কলকাতা ফিরবেন তিনি।

Latest article