দুর্গাপুজোয় বাংলাদেশের ইলিশ নেই পাতে, হতাশ বাঙালি

খবর ছিল, পুজোর আগেই বাজারে ঢুকবে পদ্মার ইলিশ (Hilsa)। কিন্তু সেগুড়ে বালি। বাংলাদেশ সরকার ইলিশ মাছ রফতানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে

Must read

খবর ছিল, পুজোর আগেই বাজারে ঢুকবে পদ্মার ইলিশ (Hilsa)। কিন্তু সেগুড়ে বালি। বাংলাদেশ সরকার ইলিশ মাছ রফতানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে। অতএব বোঝাই যাচ্ছে, ভাইফোঁটাতেও পাতে থাকছে না বাংলাদেশের ইলিশ। পদ্মার ইলিশ এবার এপারে বেশি এসেছে তাই অনেকে আশা করেছিল দুর্গাপুজোতেও বেশ জমিয়ে খাওয়া যাবে ইলিশ। কিন্তু সেটা তো হলই না, ভাইফোঁটাতেও ইলিশ আসবে না বলেই খবর।

আরও পড়ুন-বৃষ্টি থামতেই জনস্রোত

দুর্গাপুজোয় বাংলাদেশের কাছে ৫ হাজার টন ইলিশ পাঠানোর আর্জি করা হয়েছিল। সেই চাহিদা পূরণ হয়নি। এই মর্মে, বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি সেপ্টেম্বর মাসে জানিয়েছিলেন, দুর্গাপুজোয় ভারতে তাঁদের দেশের ইলিশের অভাব হবে না। ৩ হাজার ৯৫০ টন ইলিশ ভারতে আসার কথা ছিল। ৩০ অক্টোবর পর্যন্ত ইলিশ মাছ পাঠানোর অনুমতি দেওয়া হয়। কিন্তু বাংলার বাজারে রূপোলি ফসল একেবারেই নেই। যা পাওয়া যাচ্ছে সেগুলি হিমঘরের।

আরও পড়ুন-ফের হামলা শুরু হল গাজায়, হামাসের বিরুদ্ধে পাল্টা অভিযোগ

পদ্মা–মেঘনার ইলিশ পেয়ে এপারের মানুষ এবং ইলিশ ব্যবসায়ীরা যথেষ্ট আশাবাদী যায় কিন্তু মাত্র ৫৬০ টন ইলিশ এপারে আসার পরে বাংলাদেশ থেকে ইলিশ মাছ রফতানি বন্ধ হয়ে যায়। বাংলাদেশ সরকার ২ নভেম্বর পর্যন্ত ইলিশ মাছ ধরা, বিক্রি এবং রফতানির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। কলকাতার ব্যবসায়ীরা নভেম্বর মাসের শেষ পর্যন্ত ইলিশ মাছ রফতানির মেয়াদ বৃদ্ধির জন্য অনুরোধ করলেও বাংলাদেশের তরফে সাড়া পাওয়া যায়নি।

 

Latest article