আরব সাগরে জলদস্যুদের সঙ্গে রুদ্ধশ্বাস লড়াই

বাংলাদেশি নাবিকদের উদ্ধার ভারতীয় বাহিনীর

Must read

প্রতিবেদন : জলদস্যুদের কবল থেকে বাংলাদেশি নাবিকদের অক্ষত অবস্থায় উদ্ধার করল ভারতীয় নৌবাহিনী (Indian Navy)। জলদস্যুদের সঙ্গে টানা দু’দিনের লড়াইতে সাফল্য পেলেন বাহিনীর জওয়ানরা। গ্রেফতার করা সম্ভব হল জলদস্যুদেরও। ১২ মার্চ মোজাম্বিক প্রণালী থেকে আরবের দিকে যাচ্ছিল বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লা। সেই সময় সেটির উপরে হামলা চালায় জলদস্যুর দল। দেখতে পেয়ে তাড়া করে টহলদারি ভারতীয় রণতরী। যুদ্ধবিমানের সহযোগিতায় প্রায় দু’দিনের লড়াইয়ের পর অবরুদ্ধ বাংলাদেশের নাবিকদের সুস্থভাবে উদ্ধার করা সম্ভব হয়। এমনকী জলদস্যুদের গ্রেফতার করাও সম্ভব হয়। বাংলাদেশি নাবিক-সহ জাহাজটি সোমালিয়া বন্দরে সুষ্ঠুভাবে পৌঁছনো পর্যন্ত নজরদারি চালায় ভারতীয় নৌবাহিনী। লক্ষণীয়, কিছুদিন আগে একটি পাকিস্তানি জাহাজকেও একইভাবে জলদস্যুদের হাত থেকে উদ্ধার করেছিল ভারতীয় নৌবাহিনী।
ভারতীয় নৌবাহিনীর তথ্য অনুযায়ী ১২ মার্চ মোজাম্বিক প্রণালী থেকে আরবের দিকে যাচ্ছিল বাংলদেশের পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লা। সেই সময় তার ওপর হামলা চালায় জলদস্যুরা। এমনিতেই ইজরায়েল অশান্তির পর এই এলাকায় পণ্যবাহী জাহাজের উপর আক্রমণের ঘটনা বাড়ায় নজরদারি বাড়িয়েছে ভারতীয় নৌবাহিনীর (Indian Navy) যুদ্ধজাহাজ। সেই রকমই নিরাপত্তায় মোতায়েন এলআরএমপি বাংলাদেশের জাহাজ উদ্ধারে তৎপর হয়। কিন্তু তার সঙ্গে যোগাযোগ করে কোনও প্রত্যুত্তর পাওয়া যায়নি।
ক্রমাগত চেষ্টার পর বৃহস্পতিবার সকাল থেকে বাংলাদেশের পণ্যবাহী জাহাজে থাকা জলদস্যুদের উপর পাল্টা আঘাত হানা শুরু করে। শেষ পর্যন্ত সব নাবিকদের সুস্থভাবে উদ্ধার করা সম্ভব হয় বলে জানানো হয় ভারতীয় নৌসেনার পক্ষ থেকে।

আরও পড়ুন- সাংসদ অভিষেকের উদ্যোগ ৫১৫ স্কুলে ১০০০ কম্পিউটার

Latest article