ব্যাঙ্ক বিপর্যয়ের দায় ট্রাম্পের, দাবি বাইডেনের

দেশবাসীকে আশ্বাস দিয়ে তিনি বলেছেন, আমেরিকার ব্যাঙ্কিং ব্যবস্থা যথেষ্ট সুরক্ষিত ও নিরাপদ আছে। গ্রাহকদের চিন্তিত হওয়ার কোনও কারণ নেই

Must read

প্রতিবেদন : মাত্র দু’দিনের মধ্যে আমেরিকায় পরপর দেউলিয়া ঘোষিত হয়েছে দুটি জনপ্রিয় ব্যাঙ্ক। ব্যাঙ্কের এই বিপর্যয়ের জন্য পূর্ববর্তী ট্রাম্প প্রশাসনের ঘাড়ে দায় চাপিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে দেশবাসীকে আশ্বাস দিয়ে তিনি বলেছেন, আমেরিকার ব্যাঙ্কিং ব্যবস্থা যথেষ্ট সুরক্ষিত ও নিরাপদ আছে। গ্রাহকদের চিন্তিত হওয়ার কোনও কারণ নেই।

আরও পড়ুন-লোকমত বর্ষসেরা সাংসদ পুরস্কার পেলেন ডেরেক

বাইডেন বলেছেন, গ্রাহকরা তাঁদের টাকা ফেরত পাওয়ার ব্যাপারে নিশ্চিত থাকতে পারেন। পাশাপাশি ওই ব্যাঙ্কের কর্মীদের বেতন দিতেও কোনও সমস্যা হবে না। ব্যাঙ্কের বিমার টাকাতেই পুরো ব্যবস্থা করা হবে। এদিন বাইডেন যখন সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন সে সময় ব্যাঙ্ক বিপর্যয় নিয়ে একের পর এক প্রশ্নে রীতিমতো ক্ষুব্ধ হয়ে ওঠেন তিনি। এমনকী ধৈর্য হারিয়ে একসময় তিনি সাংবাদিক বৈঠক ছেড়ে উঠে যান।

আরও পড়ুন-ঘূর্ণিঝড়ে মৃত শতাধিক

এদিন বাইডেন বলেন, এর আগে ওবামা প্রশাসনের সময় সিলিকন ভ্যালি ও সিগনেচার ব্যাঙ্কের মতো আর্থিক সংস্থার উপর নিয়ন্ত্রণ রাখতে একাধিক পদক্ষেপ করা হয়েছিল। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের আমলে সেই সমস্ত সতর্কতামূলক ব্যবস্থা তুলে নেওয়া হয়। তার জেরেই ব্যাঙ্ক বিপর্যয়।
এরই মধ্যে মার্কিন অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন বলেছেন, বন্ধ হয়ে যাওয়া সিলিকন ভ্যালি ব্যাঙ্কটিকে সরকার বেল আউট দেবে না। উল্লেখ্য, দেউলিয়া হয়ে পড়া বা সংকটে থাকা ব্যাঙ্ক ও আর্থিক প্রতিষ্ঠানকে ঘুরে দাঁড়াতে মার্কিন সরকার মূলধন দিয়ে যে সাহায্য করে তাকেই বেল আউট বলা হয়।

Latest article