সংবাদদাতা, কাটোয়া ও হুগলি : রাজ্য জুড়েই বেআইনি বাজি উদ্ধারে চলেছে তল্লাশি। বৃহস্পতিবার রাজ্যের দুই জেলা থেকে উদ্ধার হল প্রচুর পরিমাণে বাজি। বর্ধমানের কাটোয়ায় ছোট ছোট প্যাকেটের মধ্যে রাখা ছিল নিষিদ্ধ শব্দবাজি। গোপন সূত্রে খবর পেয়ে দফায় দফায় অভিযান চালিয়ে থরে থরে মজুত সেই শব্দবাজি বাজেয়াপ্ত করল পুলিশ। কাটোয়া শহরের প্রাণকেন্দ্র স্টেশন বাজার এলাকার একটি গোডাউন থেকে। উদ্ধার হওয়া এই বিপুল শব্দবাজির পরিমাণ প্রায় ১০ কুইন্টাল। অভিযানের নেতৃত্বে ছিলেন কাটোয়ার এসডিপিও কৌশিক বসাক।
আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর কোভিডবিধি তুলে নেওয়ার ঘোষণার পরেই আর্থিক বিধিনিষেধ প্রত্যাহার রাজ্যের
জানা গেল, শহরের ঘিঞ্জি এলাকার সংকীর্ণ এলাকার একটি গলির গায়ে থাকা গুদামে মজুত করা হয়েছিল চকোলেট বোমা, আতশবাজি থেকে শুরু করে বিভিন্ন ধরনের নিষিদ্ধ শব্দবাজি। এলাকার বাসিন্দাদের বক্তব্য, এলাকায় অগ্নিনির্বাপণ ব্যবস্থা নেই বললেই চলে। এলাকায় ছড়ানো-ছেটানো প্রচুর দাহ্যপদার্থ। যেভাবে শব্দবাজিগুলি রাখা ছিল, যেকোনও মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত। অপরাধ চিহ্নিত করতে কাটোয়া শহর জুড়ে ছড়ানো রয়েছে সিসিটিভির ক্যামেরা। তারই মধ্যে বিপুল পরিমাণ শব্দবাজি কীভাবে মজুত হল, সেই প্রশ্নও উঠছে।
আরও পড়ুন-কেন্দ্রের নজর নেই, ফের ভাঙনের কবলে সামশেরগঞ্জ ব্লকের গ্রাম
হুগলি গ্রামীণ পুলিশ চণ্ডীতলা থানা অঞ্চলে অভিযান চালিয়ে ৪০০ কেজিরও বেশি বাজি তৈরির সরঞ্জাম ও প্রায় ৩০০ কেজি নিষিদ্ধ বাজি বাজেয়াপ্ত করল। গ্রেফতার করল দুই ব্যক্তিকে। বেআইনি বাজির বিরুদ্ধে অভিযান চালাচ্ছে হুগলি জেলার পুলিশ। এবারও গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বাজি ও বাজি তৈরির মশলা উদ্ধার করে পুলিশ।