বাতিল গম

Must read

গুণগত মাপকাঠিতে পাশ করতে না পারায় ভারত সরকারের পাঠানো গম (Wheat) পড়ে রয়েছে ইজরায়েলি বন্দরে। জানানো হয়েছে, কেন্দ্রীয় সরকারের তরফ থেকেই। প্রায় ৫৬,০০০ টন ভারতীয় গমের ভবিষ্যৎ কী হতে চলেছে তা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত জানাতে পারেনি মোদি সরকার। ফলে ওই গম এখনও পর্যন্ত আটকে রয়েছে ইজরায়েলের বন্দরে।

আরও পড়ুন: আবেদন খতিয়ে দেখে ভেলোরে যাওয়ার অনুমতি দেবে রাজ্য, অযথা স্বাস্থ্যসাথী নয় দক্ষিণে

প্রসঙ্গত উল্লেখ্য, দিন কয়েক আগেই ভারতের রফতানি করা গমের গুণমান খারাপ হওয়ায় তা ফিরিয়ে দেয় মিশর। এতদিন হয়ে যাওয়ার পরও, হাজার হাজার টন গমের ভবিষ্যৎ কী হবে তা নিয়ে নিরুত্তর কেন্দ্রীয় সরকার। তুরস্ক গমের চালান বাতিল করেছিল কারণ ওই গমে (Wheat) প্রোটিনের পরিমাণ ১৩-১৪ শতাংশের নিচে ছিল, যা তুরস্কের খাদ্যের গুণগত মানের দ্বারা আটকে গিয়েছে। উল্লেখ্য, ১৩ মে ভারত সরকার গম রফতানিতে নিষেধাজ্ঞা জারি করে। তার আগেই ওই গম রফতানি করা হয়েছিল।

Latest article