Bappaditya Dasgupta: বাপ্পাদিত্য দাশগুপ্তর সমর্থনে দেওয়াল লিখনে পার্থ চট্টোপাধ্যায় 

Must read

কলকাতা পুরভোটের (Kolkata Municipal Elections) ময়দানে প্রচারে নেমে পড়েছেন শাসক দল তৃণমূল কংগ্রেসের (TMC) প্রার্থীরা। দেওয়াল লিখন থেকে শুরু করে, ডোর টু ডোর প্রচার, চলছে দিনভর। শনিবার কলকাতা পুরসভার ১০১ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস প্রার্থী বাপ্পাদিত্য দাশগুপ্ত (Bappaditya Dasgupta)-র হয়ে দেওয়াল লিখন শুরু করেন রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। পাটুলি উপনগরীর কে কে দাস কলেজের সামনে বাপ্পাদিত্য দাশগুপ্তের (Bappaditya Dasgupta) সমর্থনে দেওয়াল লিখলেন পার্থ চট্টোপাধ্যায়। সঙ্গে ১০০ নম্বর ওয়ার্ডের প্রার্থী প্রসেনজিৎ দাস।

আরও পড়ুন-Pooja Panja: আত্মবিশ্বাসী পূজা প্রচারের প্রথম দিনেই জিতে নিলেন মানুষের মন

এদিন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) বলেন, “সর্বসম্মতভাবে প্রার্থী নির্বাচিত হয়েছে। নবীন-প্রবীণ সংমিশ্রনে এই প্রার্থী তালিকা। কারও কোনও অভিযোগ নেই। কর্মী-সমর্থকরাও প্রার্থীদের জেতাতে ঝাঁপিয়ে পড়েছে। ১৪৪ ওয়ার্ডেই জয়ের লক্ষ্য নিয়ে নামছি আমরা।”

তিনি আরও বলেন, “মানুষ দেখেছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) পরিচালিত কলকাতা পুরবোর্ড কী কী কাজ করেছে। করোনা হোক কিংবা প্রাকৃতিক বিপর্যয়, কলকাতার মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করেছে তৃণমূলের কাউন্সিলররা। মানুষ পরিষেবা ও উন্নয়নের নিরিখে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের ফের জয়যুক্ত করবেন এটা আমাদের বিশ্বাস।”

আরও পড়ুন-Kolkata Municipal Elections: লক্ষ্য মানব সেবা, চাকরি ছেড়ে রাজনীতির ময়দানে সৌরভ বসু

এদিন ঘোষিত না হওয়া ৩৬ ও ১১৯ নম্বর ওয়ার্ডের প্রার্থীদের নাম প্রকাশ করে তৃণমূল কংগ্রেস। ৩৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী শতাংশ এবং ১১৯ ওয়ার্ডের প্রার্থী কাকলি সিং। এছাড়া ৬০ নম্বর ওয়ার্ডের পরিবর্তিত প্রার্থীর নাম কাইজার জামিল।

 

Latest article