Pooja Panja: আত্মবিশ্বাসী পূজা প্রচারের প্রথম দিনেই জিতে নিলেন মানুষের মন

Must read

মনীশ কীর্তনীয়া : তিনি রাজনৈতিক পরিবারের মেয়ে। ছোট থেকেই ভোট শব্দটা আর পাঁচটা ওই বয়সী বাচ্চাদের থেকে একটু হলেও আলাদাভাবে এসেছে জীবনে। একবার নয় বারবার। তাই যখন দলের তরফে জানানো হয় এবার পুরভোটে (Kolkata Municipal Elections 2021) তাঁকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে, প্রথমে খানিকটা  বিস্মিত হলেও ভয় পাননি। ভোটের ময়দানে নামার জন্য মানসিকভাবে তৈরি হয়ে গিয়েছেন। তিনি পূজা পাঁজা (Pooja Panja)।  কলকাতা পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী। মায়ের নাম শশী পাঁজা (Shashi Panja)। বাংলার মন্ত্রী। দাদুর নাম অজিত পাঁজা। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী।

আরও পড়ুন: Kolkata Municipal Elections: লক্ষ্য মানব সেবা, চাকরি ছেড়ে রাজনীতির ময়দানে সৌরভ বসু

একটা সময় ছিল উত্তর কলকাতার এই প্রান্ত থেকেই রাজ্য রাজনীতির  অনেক অঙ্ক বদলে দিয়েছেন অজিত পাঁজা। সময়ের দাবি মেনে তাঁর নাতনি পূজা এবার পুরভোটের লড়াইে। শনিবার সাতসকালেই এলাকায় বেরিয়ে পড়েন। তার আগে অবশ্য সিদ্ধেশ্বরী মন্দির ও বগলা মায়ের মন্দিরে প্রণাম সেরে এসেছেন৷ গিয়েছিলেন প্রাক্তন বিচারপতি শ্যামল সেনের বাড়িতে। আদতে রাজনৈতিক পরিবারের হলেও আইন নিয়ে পড়াশোনা করেছেন। তবে সামনে এখন শুধুই পুরভোট৷ নিজেই বললেন, প্রথমবার নিজে ভোটের লড়াইয়ে। কিন্তু এই আবহ তাঁর বড় চেনা। তাই টেনশন নেই। ওয়ার্ডের প্রতিটি মানুষের কাছে গিয়ে আশীর্বাদ চাইবেন। তাঁর মা বিধায়ক-মন্ত্রী। এলাকায় উন্নয়ন হয়েছে অনেক। সর্বোপরি উন্নয়নের জন্য প্রাণপাত করছেন মানুষ তা উপলব্ধি করছে। কলকাতা পুরসভা ও নাগরিক পরিষেবায় খামতি রাখেনি। তাই জয় সুনিশ্চিত। পূজা (Pooja Panja) দ্বিতীয় প্রজন্মের রাজনীতিক। পুরভোটে এই দ্বিতীয় প্রজন্মের অনেককেই এবার দেখা যাবে ময়দানে।

Latest article