মাদ্রিদ, ১৮ মার্চ : চলতি মরশুমে সম্ভবত নিজের সেরা ম্যাচ খেললেন রবার্ট লেয়নডস্কি। নিজে একটি গোল করলেন। আরও দু’টি গোল করালেন জোয়াও ফেলিক্স ও ফেরমিন লোপেজকে দিয়ে। নিটফল, অ্যাটলেটিকো মাদ্রিদকে তাদের মাঠেই ৩-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। আর এই জয়ের সুবাদে ২৯ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে লা লিগার দ্বিতীয় স্থানে উঠে এল বার্সা। শীর্ষ থাকা রিয়াল মাদ্রিদের (২৯ ম্যাচে ৭২ পয়েন্ট) ব্যবধান কমে হল আট। ২৯ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে জিরোনা।
আরও পড়ুন-ধর্ম জানতে শারীরিক পরীক্ষার নিদান! বিজেপিকে তোপ তৃণমূলের
চোটের জন্য এই ম্যাচে তিন নিয়মিত ফুটবলার ফ্র্যাঙ্কি ডি’ইয়ং, পেদ্রি ও গাভিকে পাননি বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ। যদিও অ্যাওয়ে ম্যাচের শুরু থেকেই আক্রমণের ঝড় তুলে ৩৮ মিনিটেই এগিয়ে যায় বার্সা। লেয়নডস্কির পাস থেকে চমৎকার গোল করেন ফেলিক্স। যিনি আবার এই মরশুমে অ্যাটলেটিকো থেকে লোনে বার্সেলোনায় যোগ দিয়েছেন।
আরও পড়ুন-অসমে ফের নারী নিগ্রহ, নাবালিকা গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ পুলিশ আধিকারিকের বিরুদ্ধে
৪৭ মিনিটে লেয়নডস্কির দুরন্ত গোলে ২-০ ব্যবধানে এগিয়ে গিয়েছিল বার্সেলোনা। দু’গোলে পিছিয়ে পড়ে ম্যাচে ফেরার জন্য মরিয়া হয়েছিল অ্যাটলেটিকো। কিন্তু ৬৫ মিনিটে লেয়নডস্কির পাস থেকে বার্সেলোনার তিন নম্বর গোলটি করেন লোপেজ। আর এই গোলেই অ্যাটলেটিকোর ঘুরে দাঁড়ানোর যাবতীয় সম্ভাবনা শেষ। উল্টে খেলার সংযুক্ত সময়ে লাল কার্ড দেখেন অ্যাটলেটিকোর নাহুয়েল মোলিনা। প্রসঙ্গত, ঘরের মাঠে চলতি মরশুমে প্রথম হারের স্বাদ পেল অ্যাটলেটিকো। ২৯ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে দিয়েগো সিমিয়নের দল আপাতত লিগ তালিকার পঞ্চাম স্থানে।