দু’মাস পর মাঠে বিরাট

ঠিক ৬০ দিন পর মাঠে ফিরলেন বিরাট কোহলি। লন্ডন থেকে ফেরার পর সোমবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর শিবিরে যোগ দেন প্রাক্তন ভারত অধিনায়ক

Must read

বেঙ্গালুরু, ১৮ মার্চ : ঠিক ৬০ দিন পর মাঠে ফিরলেন বিরাট কোহলি। লন্ডন থেকে ফেরার পর সোমবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর শিবিরে যোগ দেন প্রাক্তন ভারত অধিনায়ক। রবিবাসরীয় রাতে মেয়েদের প্রিমিয়ার লিগ ডব্লুপিএলে চ্যাম্পিয়ন হয়েছে আরসিবি। বিরাট ম্যাচের পরই ভিডিও কলে শুভেচ্ছা জানান আরসিবি ক্যাপ্টেন স্মৃতি মান্ধানাকে। এরপর সোমবারই বিরাট মুম্বই থেকে পৌঁছন তাঁর আইপিএল হোম বেঙ্গালুরুতে। বিকেলে চিন্নাস্বামীতে আরসিবি টিমের সতীর্থদের সঙ্গে অনুশীলনেও নেমে পড়েন।

আরও পড়ুন-অসমে ফের নারী নিগ্রহ, নাবালিকা গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ পুলিশ আধিকারিকের বিরুদ্ধে

কিং কোহলি বেঙ্গালুরুতে পা রাখতেই আরসিবি ভক্তদের উন্মাদনা বেড়েছে। যে টি- শার্ট পরে বিরাট বেঙ্গালুরুতে পৌঁছন, সেটি বেশ নজরকাড়া। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। কারণ, বিরাটের টি-শার্টের পিছনে একটি কার্টুন চরিত্র আঁকা। সেখানে লেখা ‘ড্যাড’। তিনি শুধু এখন ভামিকার বাবা নন। সদ্যোজাত ছোট্ট অকায়েরও বাবা। দুই সন্তানের বাবা হিসেবে কতটা গর্বিত, সেটাই যেন বুঝিয়ে দিচ্ছেন। আরসিবি-র পোস্ট করা ভিডিওতে দেখা গিয়েছে, ব্রিফকেস থেকে ফ্র্যাঞ্চাইজির চুক্তিপত্র বের করছেন বিরাট। তাঁকে অভ্যর্থনা জানানোর জন্য তখন মানুষের ভিড় বেঙ্গালুরু বিমানবন্দরে। মুহূর্তটিকে মুঠোফোনে বন্দি করার জন্য ব্যস্ত হয়ে পড়তে দেখা গিয়েছে অনুরাগীদের। টিম হোটেলে পৌঁছে বিরাট বলেন, ‘‘ফ্র্যাঞ্চাইজিতে ফিরতে পেরে ভাল লাগছে। আইপিএল শুরুর আগে বেঙ্গালুরুতে ফিরতে পারাটা দারুণ অনুভূতি। একইরকম আবেগ কাজ করে সবসময়। আমি দু’মাস মিডিয়ার রাডারের বাইরে ছিলাম। স্বাভাবিক ছন্দে ফিরছি। রীতিমতো উত্তেজিত। আশা করি, সমর্থকরাও উজ্জীবিত।’’

আরও পড়ুন-অ্যাটলেটিকোকে উড়িয়ে দুইয়ে বার্সেলোনা

বেঙ্গালুরু পৌঁছে আর বিশ্রামের পথে হাঁটেননি। বরং দলের সঙ্গে সোজা চিন্নাস্বামী স্টেডিয়ামে। নেট সেশন শুরুর আগে গ্লেন ম্যাক্সওয়েলের সঙ্গে ফুটবলে মেতে উঠতে দেখা গিয়েছে বিরাটকে। সেই ছবিও দ্রুত ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে। এরপর নেট সেশনে সহজ সাবলীল ব্যাটিং কিং কোহলির। দীর্ঘ বিরতির পর বিরাটকে ফের বাইশ গজে দেখা যাবে। তাঁকে ঘিরে স্বপ্ন দেখতে শুরু করেছেন আরসিবি সমর্থকরা। বিশেষজ্ঞরা বলছেন, স্মৃতিরা ফ্র্যাঞ্চাইজিকে প্রথম ট্রফি দিয়েছেন। বিরাটদের চ্যালেঞ্জ বেড়ে গিয়েছে। নতুন মিশনে ট্রফির খরা কাটাতে হলে বিরাটকে রান করতে হবে। তবেই এগোবে দল। বিরাট ব্যাটেই নতুন ভোরের সন্ধানে টিম আরসিবি।

Latest article