এমবাপের হ্যাটট্রিক, বড় জয় পিএসজির

মাঠে নেমেছিলেন পরিবর্ত হিসাবে। তবে মঁপেলিয়ের বিরুদ্ধে প্রথম এগারোতে ফিরেই দুরন্ত হ্যাটট্রিক করলেন কিলিয়ান এমবাপে।

Must read

প্যারিস, ১৮ মার্চ : শেষ তিন ম্যাচে প্রথম এগারোয় জায়গায় পাননি। মাঠে নেমেছিলেন পরিবর্ত হিসাবে। তবে মঁপেলিয়ের বিরুদ্ধে প্রথম এগারোতে ফিরেই দুরন্ত হ্যাটট্রিক করলেন কিলিয়ান এমবাপে। পিএসজিও ম্যাচটা জিতল ৬-২ গোলে।

আরও পড়ুন-ধর্ম জানতে শারীরিক পরীক্ষার নিদান! বিজেপিকে তোপ তৃণমূলের

১৪ মিনিটেই ভিতিনহার গোলে এগিয়ে গিয়েছিল পিএসজি। ২২ মিনিটে এমবাপের গোলে ২-০। ৩০ মিনিটে অবশ্য মঁপেলিয়ের হয়ে ব্যবধান কমান আর্নুদ নর্দিন। প্রথমার্ধের ইনজুরি টাইমে টেডি সেভানিয়ের গোলে ২-২ করে ফেলেছিল মঁপেলিয়ে। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ঝড় তোলেন এমবাপে। ৫০ মিনিটে তাঁর গোলেই ৩-২ ব্যবধানে এগিয়ে যায় পিএসজি। তিন মিনিট পরেই লি কাং-ইনের গোলে ৪-২। এরপর ৬৩ মিনিটে দলের পঞ্চম গোল করার পাশাপাশি ব্যক্তিগত হ্যাটট্রিক সম্পূর্ণ করেন এমবাপে। ৮৯ মিনিটে মঁপেলিয়ের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন নুনো মেন্ডিস।

আরও পড়ুন-দু’মাস পর মাঠে বিরাট

এই জয়ের সুবাদে ২৬ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে ফরাসি লিগের শীর্ষস্থান ধরে রাখল পিএসজি। এমবাপেদের লিগ চ্যাম্পিয়ন হওয়া এখন শুধুই সময়ের অপেক্ষা। তবে পিএসজি কোচ লুইস এনরিকের চোখ আবার চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে। ১০ ও ১৬ এপ্রিল শেষ আটের দুই পর্বে পিএসজির প্রতিপক্ষ বার্সেলোনা। যে ক্লাবে ফুটবলার ও কোচ হিসাবে একটা বড় সময় কাটিয়েছেন এনরিকে। পুরনো ক্লাবের বিরুদ্ধে মর্যাদার লড়াইটা জেতার জন্য মুখিয়ে রয়েছেন তিনি।

Latest article