ফের প্রেসিডেন্ট পুতিনই, একতরফা ভোটের পর তৃতীয় বিশ্বযুদ্ধের হুমকি!

প্রসঙ্গত, এবারের রুশ নির্বাচনের তাৎপর্য হল, ৭১ বছর বয়স্ক ভ্লাদিমির পুতিন আগামী ছয় বছরের জন্য রাশিয়ার প্রেসিডেন্ট পদে থাকবেন।

Must read

প্রতিবেদন: শুক্র থেকে রবিবার। টানা তিনদিন ধরে প্রেসিডেন্ট নির্বাচন হয়েছে রাশিয়ায়। মূল রুশ ভূখণ্ড ছাড়াও ইউক্রেনের অধিকৃত অঞ্চলেও কার্যত বিরোধীশূন্য ও একতরফা ভোট করিয়ে প্রত্যাশিত জয়ের মুখে ভ্লাদিমির পুতিন। যদিও রুশ প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে গুচ্ছ গুচ্ছ অভিযোগ রয়েছে আমেরিকা তথা পশ্চিমি দুনিয়ার। তবে সেসবে পাত্তা না দিয়ে রাশিয়ার একনায়ক পুতিন এবার তৃতীয় বিশ্বযুদ্ধের হুঁশিয়ারি দিয়ে ফের আলোচনায়।

আরও পড়ুন-এমবাপের হ্যাটট্রিক, বড় জয় পিএসজির

গণতান্ত্রিক ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি এবার পুতিন তৃতীয় বিশ্বযুদ্ধের হুমকি দিয়েছেন পশ্চিমি দুনিয়াকে। মূলত ইউক্রেনের পাশে থাকা ইউরোপের দেশগুলিই তাঁর আক্রমণের লক্ষ্য। পুতিনের কথায়, ফ্রান্স যে ভূমিকা নিয়েছে ইউক্রেন-রাশিয়া যুদ্ধে তা নিয়ে এখনও ভেবে দেখার অবকাশ আছে। সাবধান করছেন ইংল্যান্ডকেও। তাঁর দাবি, আমি বারবার বলে এসেছি, এবং আবারও বলব। আমরা শান্তির আলোচনা চাই, কিন্তু তার কারণ কখনই এটা নয় যে বুলেট শেষ হয়ে যাচ্ছে। ইউক্রেন-রাশিয়া যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধের আকার নিতে চললেও অন্যরা এ-জন্য চিন্তিত নয় বলে পশ্চিমি দুনিয়াকে তোপ দেগেছেন পুতিন। রাশিয়ার ক্ষমতায় আসা নিশ্চিত হওয়ার পরই তাঁর দাবি, সকলের কাছেই এটা স্পষ্ট যে পূর্ণ তৃতীয় বিশ্বযুদ্ধের থেকে একধাপ দূরে রয়েছে পরিস্থিতি। ফ্রান্স ও ইংল্যান্ডকে প্রতিপক্ষ হিসাবে বেছে নিয়েছে রাশিয়া, যেহেতু যুদ্ধক্ষেত্রে এই দুই ভাষা শোনা যাচ্ছে। আর এটা ওদের জন্য আদৌ ভাল নয়। প্রসঙ্গত, এবারের রুশ নির্বাচনের তাৎপর্য হল, ৭১ বছর বয়স্ক ভ্লাদিমির পুতিন আগামী ছয় বছরের জন্য রাশিয়ার প্রেসিডেন্ট পদে থাকবেন। ফলে আগামীদিনে তিনি প্রেসিডেন্ট পদে জোসেফ স্ট্যালিনের সময়কালকেও ছাড়িয়ে যাবেন। পাবলিক ওপিনিয়ন ফাউন্ডেশন পোলস্টারের দেওয়া তথ্য অনুযায়ী, পুতিন ৮৭.৮ শতাংশ ভোট পেয়েছেন।

Latest article