অসমে ফের নারী নিগ্রহ, নাবালিকা গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ পুলিশ আধিকারিকের বিরুদ্ধে

Must read

বিজেপি শাসিত অসমে ফের নারী নিগ্রহের ঘটনা। লাগাতার নাবালিকা গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ পুলিশ আধিকারিকের বিরুদ্ধে। অভিযুক্ত ডিএসপি (Assam DSP) কিরণ নাথ বর্তমানে অসমের গোলাঘাট জেলার লাচিত বোরফুকান পুলিশ অ্যাকাডেমির দায়িত্বপ্রাপ্ত অধিকর্তা। নির্যাতিতার পরিবারের অভিযোগের ভিত্তিতে শীর্ষ পুলিশ আধিকারিককে গ্রেফতার করেছে।

দিনের পর দিন অত্যাচারিত হওয়ার পর ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশের (Assam DSP) বাড়ি থেকে পালিয়ে যায় ১৫ বছরের নাবালিকা। নিজের পরিবারের সদস্যদের সমস্ত কথা জানায় সে। দেরগাঁও থানায় অভিযোগ দায়ের করেছিল নির্যাতিতার পরিবার। তদন্তে নেমে অভিযুক্ত ডিএসপি-র বিরুদ্ধে একাধিক তথ্য প্রমাণ পায় পুলিশ। তারপরেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়। অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারা (১৬ বছরের কম বয়সী মহিলাকে ধর্ষণ), ৫০৬ ধারা (অপরাধমূলক ভয় দেখানো) এবং পকসো, ২০১২ এর ধারা ৬-এর অধীনে মামলা করা হয়েছে। অসম পুলিশের ডিজিপি জ্ঞানেন্দ্র প্রতাপ সিং জানিয়েছেন, পুলিশ কর্মীর বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ উঠলে তা বরদাস্ত করা হবে না। এটাই অসম পুলিশের নীতি।

আরও পড়ুন- ধর্ম জানতে শারীরিক পরীক্ষার নিদান! বিজেপিকে তোপ তৃণমূলের

পুলিশ সূত্রে খবর, নাবালিকাকে তাঁর ইচ্ছের বিরুদ্ধে নিজের বাড়িতে আটকে রাখেন অভিযুক্ত পুলিশ আধিকারিক। বাড়ির সব রকম কাজ করানোর পাশাপাশি পুলিশ আধিকারিকের পরিবারের সদস্যরা মারধর করতেন নাবালিকাকে। ডিএসপি তাকে লাগাতার ধর্ষণ করেছেন বলেও অভিযোগ।

Latest article