নজরে দুই প্রধানের বারপুজো, বাগান তাবুঁতে আসছেন প্রীতমরা – আজ অভিষেকের ক্লাবের আত্মপ্রকাশ 

Must read

প্রতিবেদন : আজ শুক্রবার ১লা বৈশাখ। বাংলা নববর্ষের প্রথম দিন প্রথা মেনে ময়দানের ক্লাবগুলিতে হবে বারপুজো। অতিমারির পর এবার দুই প্রধানেও থাকছে উৎসবের আমেজ। ময়দান থেকে বহু দূরে বাটানগর স্টেডিয়ামে আবার পয়লা বৈশাখের দিন বারপুজোর মাধ্যমে নতুন ক্লাবের আত্মপ্রকাশ ঘটছে। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব আসন্ন মরশুমে কলকাতা প্রথম ডিভিশন লিগে খেলবে। ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক অভিষেক। আইএফএ-র অনুমোদনের অপেক্ষায় ক্লাব। তার আগেই বৃহস্পতিবার প্রকাশিত হল ডায়মন্ড হারবার এফসি-র টিজার। ৩৫ সেকেন্ডের টিজার বেশ আকর্ষণীয়। টিজারে দেখা যাচ্ছে, ফুটবলে শট নিচ্ছেন অভিষেক (Abhishek Banerjee)।

শুক্রবার বাটা স্টেডিয়ামে ডায়মন্ড হারবার ক্লাবের নতুন জার্সির উন্মোচনের পাশাপাশি নতুন লোগোও প্রকাশিত হবে। জার্সি ও লোগো প্রকাশ করবেন অভিষেক। সকাল সাড়ে ১১টায় বাটা স্টেডিয়ামে বারপুজো। তার পর মঞ্চে ক্লাবের নতুন জার্সি উন্মোচন ও লোগো প্রকাশ করবেন ডায়মন্ড হারবারের সাংসদ। লোগো তৈরিতে যাঁর ডিজাইন বেছে নেওয়া হয়েছে, তাঁকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সই করা জার্সি উপহার দেওয়া হবে।

ওদিকে, করোনা আবহের পর ময়দানে দুই প্রধানেও এবার ধুমধাম করেই হবে বারপুজো। এটিকে মোহনবাগান এএফসি কাপের জন্য কলকাতায় থাকায় কয়েকজন ফুটবলার ক্লাবে আসবেন। সূত্রের খবর, বিদেশিদের কেউ সম্ভবত আসছেন না ক্লাবে। তবে বাঙালি ফুটবলারদের মধ্যে প্রীতম কোটাল, শুভাশিস বোস, কিয়ান নাসিরি-সহ জনা পাঁচেক ফুটবলার থাকতে পারেন বারপুজোয়। থাকতে পারেন কোচ জুয়ান ফেরান্দোও। ইস্টবেঙ্গলেও নতুন মরশুমের জন্য চুক্তিবদ্ধ হওয়া কয়েকজন স্থানীয় ফুটবলার থাকতে পারেন।

Latest article