শচীন, রাহুলদের সঙ্গে কখনও লড়িনি, বললেন সৌরভ

Must read

প্রতিবেদন : ভারতীয় ক্রিকেটের অন্যতম সফল অধিনায়ক তিনি। মাঠে তাঁর আগ্রাসী নেতৃত্বের প্রশংসা করতেন সবাই। অথচ সৌরভ গঙ্গোপাধ্যায় (BCCI President Sourav Ganguly) কখনও তাঁর সতীর্থদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা বা লড়াইয়ে যাননি। জানিয়েছেন সৌরভ স্বয়ং।
প্রাক্তন ভারত অধিনায়ক (BCCI President Sourav Ganguly) বলেছেন, ‘‘অধিনায়কত্ব মানে আমার কাছে মাঠের নেতা। মাঠে দলকে এগিয়ে নিয়ে যাওয়া। নেতৃত্ব মানে একটা দল তৈরি করা। আমি যখন শচীন (Sachin Tendulkar), আজহার, দ্রাবিড়ের (Rahul Dravid) সঙ্গে কাজ করেছি, কখনও ওদের সঙ্গে লড়াই বা প্রতিযোগিতায় নামিনি। বরং আমি অধিনায়ক হিসেবে ওদের সহযোগিতা করেছি এবং দায়িত্ব ভাগ করে নিয়েছি। আমি মনে করি, অধিনায়ক এবং নেতার মধ্যে পার্থক্য আছে। আমার নেতৃত্বে সিনিয়র এবং জুনিয়ররা যাতে আস্থা রাখতে পারে, সেই বিশ্বাসের জায়গাটা তৈরি করতে হবে। একজন অধিনায়ক তবেই সফল হবে।’’ একটি অনুষ্ঠানে এ কথা জানিয়েছেন বিসিসিআই প্রেসিডেন্ট।

আরও পড়ুন: আন্তর্জাতিক ফুটবলে ১৭ বছর পূর্ণ, কাজ শেষ হয়নি : সুনীল

সৌরভ আরও বলেছেন, ‘‘ভারতীয় ক্রিকেটের বিবর্তন খুব কাছ থেকে দেখেছি। আমাদের মতো ক্রিকেটার একটা সময় কয়েকশো টাকা উপার্জন করেছে। এখন ক্রিকেটাররা কোটি কোটি টাকা উপার্জন করে। এর বড় কারণ, ভারতীয় ক্রিকেট অনুরাগীদের সমর্থনও। তাদের জন্যই এ দেশে বেড়ে উঠেছে ক্রিকেট খেলাটা। আইপিএল থেকে এখন অনেক টাকা রোজগার হয়। বিশ্বের অন্যতম জনপ্রিয় ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলের থেকেও আইপিএলে আয় বেশি। আমি খুশি এবং গর্বিত ভালবাসার খেলাটির এমন উন্নতিতে।’’

Latest article