খনি কর্তৃপক্ষের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ

কয়লা খাদানে ফের ধস, আটকে জনা ২৫ শ্রমিক

Must read

সংবাদদাতা, আসানসোল : বিসিসিএল কর্তৃপক্ষের উদাসীনতায় কয়লাখাদানে (Coal mine Collapse) বড়সড় ধস। শঙ্কা ভেতরে আটকে পড়েছেন অন্তত ২৫ জন শ্রমিক। বেশ কয়েকজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। রবিবার সকালের ঘটনা, আসানসোলের কুলটি থানার দামাগোড়িয়া কয়লাখাদানে। স্থানীয়দের অভিযোগ, ঝাড়খণ্ড থেকে এ রাজ্যে আসা বেশ কয়েকজন রবিবার সকালে হজলাপীঠ গ্রাম সংলগ্ন মাঝিপাড়ার কাছে ওই খোলামুখ খনিতে কয়লা কাটতে নামেন। কয়লা (Coal mine Collapse) কাটার সময় আচমকাই খনির চাল ধসে গিয়ে কয়লার চাঙড়ের নিচে চাপা পড়েন বেশ কয়েকজন। ঠিক কতজন চোরাপথে কয়লা তুলতে গিয়েছিলেন, সে ব্যাপারে কেউ কিছুই জানাতে পারেননি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় কুলটি থানার পুলিশ ও বিসিসিএল এর আধিকারিকরা। বিকেল পর্যন্ত কাউকে জীবিত বা মৃত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়নি। দুর্ঘটনা নিয়ে মুখে কুলুপ এঁটেছেন বিসিসিএল খনি কর্তৃপক্ষ। স্থানীয়দের দাবি, ২০ থেকে ২৫ জন চাপা পড়তে পারেন। সিআইএসএফ এবং পুলিশ ঘটনাস্থলে গিয়েছে । ঠিক কতজন খনির ভিতরে আটকে, তা জানার চেষ্টা করা হচ্ছে। ঘটনাটিকে কেন্দ্রের নিয়ন্ত্রণে থাকা বিসিসিএল কর্তৃপক্ষ ও খনির নিরাপত্তায় থাকা সিআইএসএফের চরম গাফিলতি হিসেবেই দেখছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

আরও পড়ুন-সোনারপুরে বাম-বিজেপির বিরুদ্ধে তৃণমূলের সভায় মানুষের ঢল

Latest article