সংবাদদাতা, কোচবিহার : স্ত্রী অসুস্থ। ছেলে-মেয়ে কোনও খোঁজ রাখেন না। দু’বেলা খাওয়া আর ওষুধের খরচ জোগাতে রিকশা চালাতেন ফুলবাড়ির সুভাষপল্লির বাসিন্দা নিতাই বর্মন। বয়স ৯২। বয়সের কারণে বছর পাঁচেক হল আর পরিশ্রম করতে পারেন না। বার্ধক্যভাতা পেলেও স্ত্রীর ওষুধের খরচ জোগাতে ভিক্ষে করাই ছিল তাঁর একমাত্র পথ। এই খবর কানে পৌঁছনো মাত্রই ব্যবস্থা নিলেন ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবঋষি বন্দ্যোপাধ্যায় (BDO Debrishi Banerjee)। পরিত্রাতা হয়ে পাশে দাঁড়ালেন ওই দম্পতির। খাবার, ওষুধ নিয়ে পৌঁছে গেলেন তাঁদের বাড়ি। বাঁশের বেড়া দিয়ে ঘেরা টিনের চালের ছোট ঘরে থাকেন ওই বৃদ্ধ-দম্পতি। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে কাজকর্ম, রান্না করে অসুস্থ স্ত্রীকে খাইয়ে নিজে খেয়ে ভ্যান নিয়ে ভিক্ষা করতে যেতেন নিতাই বর্মন। খবর পেয়ে বৃষ্টি মাথায় নিয়ে তুফানগঞ্জে (১ নম্বর) নিতাই বর্মনের বাড়িতে আসেন। তাঁকে চাল, ডাল, ধুতি, শাড়ি, কম্বল দিয়ে সাহায্য করেন। আগামী দিনেও সাহায্য করবেন বলে আশ্বাস দেন। তিনি বলেন, “সরকারি তরফে সমস্তকরম সাহায্য নিতাইবাবুকে করা হবে। যেকোনও প্রয়োজনে আমরা ওঁদের পাশে আছি।’’ বিপদের দিনে বিডিওকে পাশে পেয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন নিতাইবাবু। একচিলতে বিছানায় শুয়ে তাঁর অসুস্থ স্ত্রী মায়া বর্মন দু’হাত তুলে আশীর্বাদ করেন বিডিও দেবঋষি বন্দ্যোপাধ্যায়কে (BDO Debrishi Banerjee)।