প্রকাশ্যে মন্ত্রীর নামে মিথ্যা অভিযোগ তোলার জবাবে বিজেপি সাংসদকে আইনি নোটিশ

Must read

সংবাদদাতা, হুগলি : প্রকাশ্য সভামঞ্চ থেকে রাজ্যের মন্ত্রীর বিরুদ্ধে স্কুলের চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগ করেছিলেন হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় (Becharam Manna- Locket Chatterjee) । বৃহস্পতিবার তার জবাবে সরাসরি সাংসদকে আইনের নোটিশ ধরিয়ে দিলেন শ্রম এবং পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী তথা সিঙ্গুরের বিধায়ক বেচারাম মান্না (Becharam Manna- Locket Chatterjee। হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় দাদপুর ও কামারকুণ্ডুর প্রকাশ্য সভা থেকে মন্ত্রী বেচারাম মান্নার বিরুদ্ধে প্রাইমারি স্কুলে চাকরি দেওয়ার নাম করে টাকা তোলার অভিযোগ আনেন। আর সেই মিথ্যে অপবাদ ও অপপ্রচারের কারণেই তাঁকে লিগাল নোটিশ পাঠিয়ে দিয়েছেন শ্রমমন্ত্রী বেচারাম মান্না। এ বিষয়ে মন্ত্রীর পরিষ্কার বক্তব্য, বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় তাঁর বিরুদ্ধে প্রকাশ্য সভায় দাঁড়িয়ে টাকা তোলার মিথ্যা অভিযোগ করেছেন। এর কোনও ভিত্তি নেই। তাই তিনি আইনের পথে হেঁটে বিজেপি সাংসদকে প্রথমে আইনি নোটিশই পাঠিয়েছেন। এরপর দশদিন অপেক্ষা করবেন। এর মধ্যে যদি এই লিগাল নোটিশের কোনও উত্তর তিনি না পান, তাহলে লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে আদালতে মানহানির মামলা দায়ের করবেন তিনি। শ্রমমন্ত্রী বেচারাম মান্না বলেন, সেই প্রস্তুতি নিচ্ছি।

আরও পড়ুন: অসমে বন্যায় মৃত্যু ১০০ ছাড়াল

Latest article