সম্প্রতি তামিলনাড়ু (Tamilnadu) সরকার একটি আইনে সংশোধন করে জানিয়েছে বিয়ে বাড়ি, স্টেডিয়াম, পার্টিতে মদ পরিবেশন করা যাবে। যদিও আগে থেকে বিশেষ অনুমোদন নিতে হবে আয়োজকদের। এবার এই নিয়ে কথা উঠছে আইপিএল-এর ম্যাচ দেখতে দেখতে এম এ চিদাম্বরম স্টেডিয়ামে বা আইএসএল দেখতে দেখতে চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে বিয়ার খাওয়া যাবে।
আরও পড়ুন-স্ট্যালিন ঘনিষ্ঠ শিল্পপতি-সহ একাধিক ডিএমকে নেতার বাড়িতে আয়কর হানা
প্রসঙ্গত কিছুদিন আগেই সেরাজ্যের ডিএমকে সরকার ‘তামিলনাড়ু লিকার (লাইসেন্স অ্যান্ড পার্মিট) রুলস, ১৯৮১’-এ পরিবর্তন এনেছে। বিগ ব্যাশ লিগ বা লর্ডসের মাঠে টেস্ট ম্যাচ দেখতে দেখতে স্ট্যান্ডে বসেই ক্রিকেটপ্রেমীরা সুরা পান করতে পারেন । প্রিমিয়ার লিগ বা চ্যাম্পিয়ন্স লিগের মতো ফুটবল প্রতিযোগিতাতে স্ট্যান্ডে বসে সুরা পান করা যায়। কিন্তু ভারতে সেই প্রথা চালু হয়নি। কিন্তু এখন থেকে তামিলনাড়ুতে দর্শকরা খেলা দেখতে দেখতে স্টেডিয়ামে সুরা পান করতে পারবেন।
আরও পড়ুন-কোর্টের বাইরে মুখ খুলে সুপ্রিম রোষে এবার বিচারপতি
এই ব্যাপার প্রকাশ্যে আসতেই আন্নামালাই টুইট বার্তায় লেখেন, ‘যেখানে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকার হিমসিম খাচ্ছে, সেখানে ডিএমকে-র মালিকানাধীন মদের সংস্থাগুলির বিক্রি বাড়াতে এই সরকার পদক্ষেপ করছে। এতে সমাজের ওপর বিরূপ প্রভাব পড়বে।’