স্ট্যালিন ঘনিষ্ঠ শিল্পপতি-সহ একাধিক ডিএমকে নেতার বাড়িতে আয়কর হানা

সোমবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের ঘনিষ্ট শিল্পগোষ্ঠী চেন্নাই-ভিত্তিক চেট্টিনাদ গ্রুপের একাধিক দফতরে তল্লাশি চালায় আয়কর দফতর

Must read

প্রতিবেদন : কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির অতিসক্রিয়তা নিয়ে শাসক ও বিরোধী দলগুলির দ্বন্দ্ব এবার পৌঁছল তামিলনাড়ুতে। সোমবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের ঘনিষ্ট শিল্পগোষ্ঠী চেন্নাই-ভিত্তিক চেট্টিনাদ গ্রুপের একাধিক দফতরে তল্লাশি চালায় আয়কর দফতর। একই সঙ্গে তল্লাশি চলছে কয়েকজন ডিএমকে নেতার অফিস ও বাড়িতে।

আরও পড়ুন-প্রবল তাপপ্রবাহে ইউরোপে মৃত্যুর রেকর্ড গড়েছে ২০২২, চাঞ্চল্যকর রিপোর্ট

সোমবার সকালে তল্লাশির খবর ছড়িয়ে পড়তেই বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে পথে নেমেছে তামিলনাড়ুর শাসকদল ডিএমকে। চেন্নাই সহ একাধিক শহরে পথ অবরোধ হয়। সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়াতেও ক্ষোভ উগরে দিয়েছেন ডিএমকে নেতারা। সম্প্রতি একাধিক বিষয়ে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের বিরোধিতা করেছে তামিলনাড়ুর শাসক দল ডিএমকে। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মুখ খুলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা ডিএমকে নেতা এম কে স্ট্যালিন। সম্প্রতি স্ট্যালিন বিজেপি বিরোধী জোট গড়তে বিশেষ উদ্যোগ নিয়েছেন। বিরোধী জোট গড়ার বিষয়ে কথা বলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও। রাজ্যপালের সঙ্গেও সংঘাতে জড়িয়েছে ডিএমকে সরকার।

আরও পড়ুন-সুদানে বেড়েই চলেছে মৃত্যু মিছিল, ভুগছে প্রবল খাদ্য সংকটে, শুরু অপারেশন কাবেরী

বিধানসভায় পাশ হওয়া বিভিন্ন বিলে রাজ্যপাল যাতে নির্দিষ্ট সময়ের মধ্যে সই করেন সে বিষয়ে একটি বিল পাশ করিয়েছে ডিএমকে সরকার। এরপরই একাধিক ডিএমকে নেতা ও দলের ঘনিষ্ঠ শিল্প সংস্থার অফিসে আয়কর হানার পিছনে রাজনীতির অঙ্ক দেখছে বিরোধীরা। এ ঘটনায় স্বাভাবিকভাবেই মোদি সরকারের প্রতিহিংসার রাজনীতির কথা উঠে এসেছে।

Latest article