কোর্টের বাইরে মুখ খুলে সুপ্রিম রোষে এবার বিচারপতি

সেই নির্দেশের উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের নির্দেশ দেয় শীর্ষ আদালত। এদিন সেই স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি পায়।

Must read

প্রতিবেদন : সুপ্রিম রায়ে বেকায়দায় কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারাধীন মামলা নিয়ে সম্প্রতি সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার কারণে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট। শুক্রবারের মধ্যে এই সংক্রান্ত হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি। নিয়োগ বিতর্কে কুন্তল ঘোষের চিঠির ভিত্তিতে বিচারপতি গঙ্গোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেরা করার নির্দেশ দেন। সেই নির্দেশের উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের নির্দেশ দেয় শীর্ষ আদালত। এদিন সেই স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি পায়।

আরও পড়ুন-প্রবল তাপপ্রবাহে ইউরোপে মৃত্যুর রেকর্ড গড়েছে ২০২২, চাঞ্চল্যকর রিপোর্ট

ওই মামলাতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী অভিষেক মনু সিংভি জানান, বিচারাধীন মামলা নিয়ে একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আইজীবী অভিষেক মনু সিংভি ও কপিল সিব্বল জানান, সাক্ষাৎকারটি চ্যানেলে সরাসরি সম্প্রচার হয়। বিষয়টি জানার পরই বিচারপতির বেঞ্চ শুক্রবারের মধ্যে রিপোর্ট তলব করেন। সম্পূর্ণ ইন্টারভিউটির তর্জমা-সহ সিডি জমা দিতে নির্দেশ দেন। বেঞ্চের বক্তব্য, রাজনৈতিক নেতাদের মতো বিচারাধীন বিষয়ে চ্যানেলে বসে ইন্টারভিউ দেওয়ার কাজ বিচারপতিদের নয়।

আরও পড়ুন-সুদানে বেড়েই চলেছে মৃত্যু মিছিল, ভুগছে প্রবল খাদ্য সংকটে, শুরু অপারেশন কাবেরী

যদি সাক্ষাৎকারের বিষয়টি সত্য হয় তাহলে শীর্ষ আদালত হাই কোর্টের প্রধান বিচারপতিকে পরামর্শ দেবে এসএসসি মামলা থেকে বিচারপতি গঙ্গোপাধ্যায়কে সরিয়ে দেওয়া হোক। তৃণমূল কংগ্রেসের স্পষ্ট কথা, বিচারব্যবস্থা ও বিচারপতিদের প্রতি শ্রদ্ধা রয়েছে দলের। কিন্তু চেয়ারের অপব্যবহারে রাজনৈতিক ইচ্ছা তালিকা সামনে এলে প্রতিবাদ হবেই। বিচারপতিকে কটাক্ষ করে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, সুপ্রিম কোর্টের সোমবারের বক্তব্যের পর বিচারপতি গঙ্গোপাধ্যায়ের উচিত বিচারব্যবস্থা থেকে বেরিয়ে সরাসরি রাজনীতি করা। বিচার চালানোর কোনও নৈতিক অধিকার তাঁর নেই।

Latest article