মাঠে ধান কাটার আগে মুঠিসংক্রান্তিতে পা ধুয়ে কৃষক-বরণ

মুঠিসংক্রান্তি আসলে কৃষকের পা ধুয়ে তাঁকে বরণের উৎসব। মাঠে ধানের মুঠির নিচে ফল-মিষ্টি-ফুল দিয়ে পুজো করেন চাষি।

Must read

সংবাদদাতা, নলহাটি : মুঠিসংক্রান্তি আসলে কৃষকের পা ধুয়ে তাঁকে বরণের উৎসব। মাঠে ধানের মুঠির নিচে ফল-মিষ্টি-ফুল দিয়ে পুজো করেন চাষি। গৃহবধূদের মাঙ্গলিক শঙ্খ ও উলুধ্বনির মধ্যে আড়াই মুঠি ধান কেটে নতুন লাল শালুতে তা জড়িয়ে মাথায় করে বাড়ির পথে এগোন তিনি। বাড়ির বধূ তাঁর পা ধুইয়ে তাঁকে বরণ করে সেই ধানের মুঠি ঘরে তোলেন।

আরও পড়ুন-হোটেলেই বিরাট, স্লিপ-ক্যাচিং সেরে গেলেন রোহিত, আমেদাবাদে কাল বিশ্বকাপ ফাইনাল

মা লক্ষ্মীর পায়ের কাছে তা সোজা করে রাখা হয়। রাত্রে শালু ঢেকে শুইয়ে দেওয়া হয়। পরের দিন থেকে শুরু হয় ধান কাটা। অনেকেই মুঠিসংক্রান্তির দিন মুঠি ধান কাটাকেই বলেন লক্ষ্মীপুজো। বরেণ্য তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের গণদেবতা উপন্যাসে মুঠিপুজোর উল্লেখ আছে। এই রীতি মেনেই শুক্রবার নলহাটি ২ ব্লকের ভদ্রপুর ২ পঞ্চায়েতের নবগ্রামের বাসিন্দা বিদ্যুৎ মাল কার্তিক সংক্রান্তিতে মুঠি মাথায় করে খেত থেকে ঘরে ফিরলেন। তিনি বলেন, স্নান করে নতুন পোশাক পরে সকালে কালীতলা মাঠে যাই। পুজো সেরে মাকে নিয়ে ফিরলাম।

Latest article