বেঙ্গালুরু, ২০ জুন : দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রান পাননি। কিন্তু রাহুল দ্রাবিড় বলে দিলেন, ঋষভ পন্থ তাঁর আগামী কয়েক মাসের পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকায় আছেন।
এর ফলে ঋষভকে নিয়ে প্রাক্তনদের একটা অংশ যে টি ২০ বিশ্বকাপে জায়গা পাওয়া কঠিন বলতে শুরু করেছিল, তাতে জল পড়ল। দ্রাবিড় বলেছেন, ঋষভ দলের অবিচ্ছেদ্য অংশ। এই সিরিজে তিনি রান পেলে ভাল হত। পাঁচ ইনিংসে ৫৮ রান করেছেন ঋষভ। কিন্তু দলের হেড কোচের সাফ কথা হল, ‘এটা ঋষভের জন্য চিন্তার কোনও কারণই নয়।’
আরও পড়ুন-লেস্টারে পৌঁছেই নেটে রোহিতরা
দ্রাবিড় এটাও স্পষ্ট করে দিয়েছেন যে, তিনি কাউকে একটা সিরিজ দেখে বিচার করবেন না। ‘দু-তিনতে ম্যাচ দেখে কাউকে বিচার করা ঠিক নয়। মিডল ওভারে অনেক সময় কাউকে একটু আক্রমণাত্মক খেলতে হয়।’ বেঙ্গালুরু ম্যাচের পর বলেছেন দ্রাবিড়। তিনি বরং আইপিএলে ঋষভের ১৫৮ স্ট্রাইক রেটে খুশি। টুর্নামেন্টে ৩৪০ রান করেছিলেন দিল্লি অধিনায়ক। তাঁর কথায়, ‘এটা বেশ ভাল। গড় হয়তো দু-তিন বছর আগের মতো নয়। আমরা ঋষভকে আন্তর্জাতিক ম্যাচেও ওই গড় নিয়ে খেলতে দেখতে চাই।’ বলেছেন হেড কোচ।
মিডল ওভারে ঋষভ যে পাওয়ার নিয়ে খেলেন, সেটা দ্রাবিড়ের পছন্দ। এই জায়গায় তাঁর বেশ কিছু ভাল ইনিংস আছে, সেটাও মনে করিয়ে দিয়েছেন ভারতীয় কোচ।
আরও পড়ুন-ট্যাক্সেশন ট্রাইবুনালেও থাকবেন না রাজ্যপাল
ঋষভকে তরুণ অধিনায়ক বলার পাশাপাশি দ্রাবিড় মনে করিয়ে দেন, তিনি ০-২ থেকে সিরিজ ২-২ করেছেন। কিন্তু মোটে একটা সিরিজ গেল। এখনই অধিনায়ক ঋষভ মূল্যায়নের জায়গায় পৌঁছননি। তবে তাঁর উপর একসঙ্গে অনেক দায়িত্ব পড়েছিল। ক্যাপ্টেন্সি, ব্যাটিং ও কিপিং। কিন্তু অভিজ্ঞতা বাড়ছে। সিরিজ ২-২ করার জন্য ঋষভকে কৃতিত্ব দিতে হবে। বলেছেন দ্রাবিড়।
একই সঙ্গে দীনেশ কার্তিকেরও প্রশংসা করে দ্রাবিড় বলেন, ‘একটা বিশেষ দক্ষতার (ফিনিশার) জন্য কার্তিককে দলে নেওয়া হয়েছে। গত দু’-তিন বছর ধরে ধারাবাহিকভাবে ও এই কাজটা করে চলেছে। সেটা হল ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়া।’