সমলিঙ্গের বিয়ে নিয়ে কেন্দ্রের আপত্তি নাকচ

Must read

প্রতিবেদন : সমকামী বিয়ে (Same-sex marriage) কি মান্যতা পাবে ভারতে? এই গুরুতর এক প্রশ্ন নিয়ে মামলার শুনানি শুরু হল দেশের শীর্ষ আদালত (Supreme court)। সমকামী বিবাহের আইনি স্বীকৃতি চেয়ে সুপ্রিম কোর্ট আবেদন করা হয়েছিল। সেই আবেদনের ভিত্তিতেই মঙ্গলবার শুনানি শুরু হয়। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, এস কে কাউল, রবীন্দ্র ভাট, হিমা কোহলি ও পিএস নরসিমহাকে নিয়ে গঠিত সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চে হচ্ছে এই আর্জির শুনানি চলছে। ২৪ ঘণ্টা আগে সমলিঙ্গের বিবাহের আইনি অনুমোদনের তীব্র বিরোধিতা করেছে কেন্দ্রের মোদি সরকার। এই আবেদনকে তারা নিছক শহুরে অভিজাত দৃষ্টিভঙ্গি বলে অভিহিত করেছে। তাই সমলিঙ্গের (Same-sex marriage) বিয়ে নিয়ে শীর্ষ আদালত কী রায় দেয় তা জানতে সকলেই কৌতূহলী। এদিনের শুনানিতে প্রধান বিচারপতি চন্দ্রচূড় মন্তব্য করেন, বর্তমানে একজন পুরুষ বা একজন মহিলার কোনও নিরঙ্কুশ ধারণা নেই। কোনও ব্যক্তির শরীরে কোন যৌনাঙ্গ রয়েছে সেটা বড় কথা নয়। এটা অনেক বেশি জটিল। একজন পুরুষ এবং একজন মহিলার ধারণা শুধুমাত্র যৌনাঙ্গের উপর ভিত্তি করে সম্পূর্ণ হয় না। কেন্দ্রের তরফে সলিসিটার জেনারেল তুষার মেহতা দাবি করেন, প্রাথমিকভাবেই এই মামলার গ্রহণযোগ্যতা নিয়েই প্রশ্ন রয়েছে।

আরও পড়ুন- প্রধানমন্ত্রী ও ডোভালই দায়ী, বিস্ফোরক প্রাক্তন সেনাপ্রধান

Latest article