হেরেও লজ্জা নেই, এখনও বাংলা ভাগের দাবি বিজেপি বিধায়কের!

Must read

এবার বাংলা ভাগের দাবি তুললেন কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বি পি বজগাঁই। তিনি চান উত্তরবঙ্গকে পশ্চিমবঙ্গ থেকে ভাগ করে আলাদা রাজ্য তৈরি করা হোক। বাংলা ভাগ হলেই স্থায়ী রাজনৈতিক সমাধান হবে। বিজেপি বিধায়কের কথা থেকে বোঝাই যাচ্ছে, বাংলা দখলে ব্যর্থ হয়ে উত্তরবঙ্গকে আলাদা করে তার দখল নিতে চাইছে বিজেপি।

আরও পড়ুন-এবার বাংলাদেশের ডেপুটি স্পিকারের সঙ্গে ছবি নিশীথের

মিরিকে দলীয় বৈঠকে যোগ দিতে এসে সংবাদমাধ্যমের সামনেই এই দাবি তোলেন বিজেপি বিধায়ক বি পি বজগাঁই। বাঙালি জাতিসত্তাকে আঘাত করে ফের হিংসার আবহ তৈরির চক্রান্ত হচ্ছে। বাংলা ভাগের ধুয়ো তুলে চক্রান্ত করে গোটা রাজ্যে অশান্তি তৈরি এদের উদ্দেশ্য। বিধানসভা নির্বাচনে জনদরবারে প্রত্যাখ্যাত হয়েও লজ্জা নেই এদের। বিজেপি নেতারা এখন ঘুরপথে রাজনৈতিক লাভের অঙ্ক কষছেন। তাই বাংলা ভাগের অবাস্তব দাবি। বাংলা ও বাঙালির জাত্যভিমানকে দুর্বল করতে উত্তরবঙ্গকে বাংলা থেকে আলাদা করার জিগির তুলছে মোদি-শাহের দল। বিজেপি নেতারা নিজেদের নানা কার্যকলাপেই প্রমাণ করে দিচ্ছেন তারা কত বড় বাংলার শত্রু ও বাঙালি বিরোধী শক্তি।

আরও পড়ুন-পেগাসাসকাণ্ড পৌঁছল সুপ্রিম কোর্টে, মামলা আইনজীবীর

মজার বিষয়, বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মুখে বলছেন, বাংলা ভাগ তাঁদের নীতি নয়। অথচ তাঁর কথাকেই আমল দিচ্ছেন না তাঁর দলের বিধায়ক-সাংসদরা বিভাজনের দাবিকে মদত দিচ্ছেন নরেন্দ্র মোদি-অমিত শাহরা। সেজন্যই উত্তরবঙ্গ ভাগের দাবি তোলা সাংসদ জন বার্লাকে কেন্দ্রে মন্ত্রী করে পুরস্কৃত করা হয়েছে। এবার কার্শিয়াংয়ের বিধায়ক বজগাঁই জনসমক্ষে বলছেন, উত্তরবঙ্গকে বাংলা থেকে আলাদা না করলে নাকি স্থায়ী রাজনৈতিক সমাধান সম্ভব নয়। জানিয়েছেন, উত্তরবঙ্গের ঠিক কোন কোন এলাকাকে আলাদা করা উচিত তা নিয়ে পরে আলোচনা হবে। এটা সময়সাপেক্ষ বিষয়। তবে এটাই একমাত্র সমাধানের রাস্তা।

 

Latest article