এবার বাংলাদেশের ডেপুটি স্পিকারের সঙ্গে ছবি নিশীথের

Must read

এবার বাংলাদেশের ডেপুটি স্পিকারের সঙ্গে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের ছবি প্রকাশ্যে। ফের বিপাকে মোদি সরকার। আগেই মিলেছিল অসমের কংগ্রেস সাংসদ রিপন বোরার চিঠি। এবার তার সঙ্গে যোগ বেশ কিছু ছবি। আর সেগুলিকেই ‘অস্ত্র’ করে অমিত শাহের ডেপুটির বিরুদ্ধে বাউন্সার দিতে তৈরি তৃণমূল কংগ্রেস সহ বিরোধী দলগুলি।

আরও পড়ুন: পেগাসাসকাণ্ড পৌঁছল সুপ্রিম কোর্টে, মামলা আইনজীবীর

ছবিটি প্রথম প্রকাশ্যে আনে টিএমসি সাপোর্টার্স নামক একটি সোশ্যাল মিডিয়ার পেজ। জনৈক হিজরত ভাইয়ের পোস্ট থেকে নেওয়া। সাদা কালো একটি ছবি। টেবিলে বসে খাচ্ছেন বাংলাদেশের ডেপুটি স্পিকার। পিছনে দাঁড়িয়ে যুবক নিশীথ। তাঁর দাড়ি আর চুলের ছাঁটও এখনকার চেয়ে আলাদা।

এই ছবি টিএমিসি সাপোর্টার্স গ্রুপ শেয়ার করা হয়। দেশের স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী কি ভারতের নাগরিক? এ প্রশ্ন প্রথম তোলেন অসমের সাংসদ রিপুন বোরা। সেই বিতর্ক আরও উস্কে দেন কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে। এবার নতুন ছবি বিতর্ক বাড়িয়ে দিল।

আরও পড়ুন : কান্দাহারে শতাধিক নিরীহ মানুষকে গুলি করে মারল তালিবানরা

ছবিটি পোস্ট করে লেখা হয়েছে, “ভারতের জনগণের কাছে কিছু তথ্য ও সত্যতা তুলে ধরলাম। এটা যেহেতু শুধু বাংলার বিষয় নয়, ভারতের বিষয়, তাই ইংরেজি ভার্সনও দিলাম। এই ফাইল ছবির সকলেই বাংলাদেশ আওয়ামি লিগের সদস্য। বসে যিনি খাচ্ছেন তিনি বাংলাদেশের সাংসদ ও ডেপুটি স্পিকার। পিছনে দাঁড়িয়ে ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক।” তবে গাইগান্ধার এলাকার মানুষ ও স্থানীয় সংবাদমাধ্যম বলছে, নিশীথ বাংলাদেশের নাগরিক।

পোস্টে মন্তব্য করা হয়েছে, ‘ভারতের দুর্ভাগ্য, যাঁর বিরুদ্ধে এই অভিযোগ তিনি দেশের মন্ত্রী, সাংসদ, ছিলেন উপপ্রধান, শিক্ষক! ভারতীয় জুমলা পার্টি!’ এই বিতর্কের সমাধান করতে পারেন খোদ নিশীথ প্রামাণিকই। তিনি প্রকাশ্যে এসে কেন বলছেন না এই ছবি ভুয়ো। তিনি কোনদিনই বাংলাদেশের নাগরিক ছিলেন না! কিংবা আওয়ামি লিগের সদস্যও হওয়ার প্রশ্ন নেই।

মনে করা হচ্ছে, দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর এই ছবি সংসদের বাদল অধিবেশনে ঝড় তুলতে পারে।

 

Latest article