কেরপুজোতে ত্রিপুরাবাসীকে শুভেচ্ছা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

Must read

ত্রিপুরায় পলিটিকাল গ্রাউন্ড রিয়েলিটি রিসার্চ করতে গিয়েছিল ভোট কুশলী প্রশান্ত কিশোরের সংস্থা I-PAC-এর টিমের সদস্যরা। এরপর সেখানে গিয়েছিলেন দুই মন্ত্রী ব্রাত্য বসু, মলয় ঘটক ও শ্রমিক নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তারপর সেখানে গিয়েছিলেন দুই সাংসদ ডেরেক ও’ব্রায়ান এবং কাকলি ঘোষ দস্তিদার। সোমবার যাবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন-বঙ্গরাজনীতিতে নারীশক্তি

তার আগে আজ, শনিবার কেরপুজোতে টুইট করে ত্রিপুরাবাসীকে শুভেচ্ছা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটে তিনি লেখেন, ‘’কেরপুজোর শুভক্ষণে ত্রিপুরাবাসীকে শুভেচ্ছা জানাই। সবার সুস্বাস্থ্য ও ভাল জীবনের কামনা করি।’’

আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর নাম রাখা ‘উৎসশ্রী’ পোর্টালের উদ্বোধন শিক্ষামন্ত্রীর, আবেদন দোসরা অগাস্ট থেকে

ত্রিপুরায় মূলত বিভিন্ন উপজাতির মানুষরা এই পুজো করে থাকেন। ত্রিপুরার আদিবাসীদের কাছে এই পুজোর গুরুত্ব অনেকটাই। সেই সঙ্গে ত্রিপুরার সংস্কৃতিরও অন্যতম প্রতীক এই পুজো।

Latest article