Tokyo Olympics : সেমিফাইনালে হেরে গেলেন পি ভি সিন্ধু

Must read

টোকিও অলিম্পিক্সে সেমিফাইনালে হেরে গেলেন পি ভি সিন্ধু। লড়তে হবে ব্রোঞ্জের জন্য। তাই জু-ইংয়ের বিরুদ্ধে ১৮-২১, ১২-২১ ব্যবধানে হেরে গেলেন সিন্ধু।

আরও পড়ুন-বঙ্গরাজনীতিতে নারীশক্তি

ম‍্যাচে এদিন শুরু থেকেই দাপট দেখান তাই জু-ইং। ঝড়ের গতিতে ম‍্যাচ বেড় করে নেন তাই জু। তাঁর ব্যাকহান্ডের দাপটে এদিন দিশেহারা দেখাল সিন্ধুকে। প্রথম গেমে লড়াই করলেও দ্বিতীয় গেমে তাই জু-ইং সামনে দাঁড়াতেই পাড়লেন না ভারতীয় শাটলার।

Latest article