বিজেপিতেই উঠল টাকা তছরুপের অভিযোগ

Must read

কমল মজুমদার, জঙ্গিপুর: সুতির বিজেপি প্রার্থী কৌশিক দাসের বিরুদ্ধে নির্বাচনী খাতে দেওয়া টাকা তছরুপের অভিযোগ তুলে দলের শীর্ষনেতাদের চিঠি দিলেন দলেরই অন্য এক নেতা। দলের মধ্যে আর্থিক নয়-ছয়ের এই ঘটনা প্রকাশ্যে আসায় রীতিমতো বিপাকে পড়েছে জেলা বিজেপি।

আরও পড়ুন-কেরপুজোতে ত্রিপুরাবাসীকে শুভেচ্ছা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

জানা গিয়েছে, বিষয়টির তদন্ত শুরু করেছে বিজেপি। কৌশিক দাসের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। যদিও এত বড় আর্থিক কেলেঙ্কারির অভিযোগ পাওয়ামাত্র কেন ওই নেতাকে বরখাস্ত করা হল না এ নিয়ে দলের একাংশের মধ্যে প্রশ্ন উঠেছে।

জানা গিয়েছে, সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে সুতি বিধানসভায় বিজেপির প্রার্থী ছিলেন কৌশিক দাস। যদিও তিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থীর কাছে পরাজিত হন। কৌশিক দাসের বিরুদ্ধে দলের শীর্ষনেতাদের চিঠি দিয়ে বিজেপির সংখ্যালঘু মোর্চার সদস্য ইউনুস শেখ অভিযোগ করেছেন, দলের তহবিল হিসেবে ভোটের প্রচার ও কাজের জন্য কৌশিক দাসকে মোটা টাকা দেওয়া হলেও ২৪ লক্ষ ৪০ হাজার টাকার মতো খরচ করে বাকি টাকা তিনি আত্মসাৎ করেছেন। আমি এই ঘটনার তদন্তের দাবি জানাচ্ছি। এদিকে কৌশিক দাসের সোশ্যাল মিডিয়ায় পোস্ট ঘিরে জল্পনা শুরু হয়েছে।

আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর নাম রাখা ‘উৎসশ্রী’ পোর্টালের উদ্বোধন শিক্ষামন্ত্রীর, আবেদন দোসরা অগাস্ট থেকে

কৌশিক বলেছেন, ব্যক্তিগত কারণে উত্তর মুর্শিদাবাদ জেলার যুব মোর্চার সহ-সভাপতি পদ থেকে পদত্যাগ করলাম। নির্বাচনী খাতে দেওয়া টাকার হিসেব দলের নির্বাচন কমিটিকে হিসেব দেওয়া আছে। এ নিয়ে মুর্শিদাবাদের রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।

Latest article