প্রতিবেদন : ‘অপরাজিতা’ বিলকে (Aparajita Bill) দ্রুত আইনে পরিণত করার দাবি নিয়ে উত্তাল হল বাংলা। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজ শনিবার রাজ্য জুড়ে প্রতিবাদের ঝড় তুলল তৃণমূল মহিলা কংগ্রেস। মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে প্রতিবাদে শামিল হয়ে তারা বুঝিয়ে দিল মহিলা সুরক্ষায় অবিলম্বে অপরাজিতা বিল (Aparajita Bill) আইনে পরিণত না করা পর্যন্ত আন্দোলন চলবে। কলকাতার উত্তর থেকে দক্ষিণ এবং রাজ্যের প্রতিটি ব্লকে প্রতিটি কোনায় মহিলারা প্রতিবাদে পথে নামলেন। উত্তরে মন্ত্রী শশী পাঁজার নেতৃত্বে শ্যামবাজার থেকে হেদুয়া পর্যন্ত বিশাল প্রতিবাদ-মিছিলে ছিলেন মহিলারা। দক্ষিণের গোলপার্কে তৃণমূল মহিলা কংগ্রেসের রাজ্য সভানেত্রী মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে যাদবপুর থেকে গোলপার্ক পর্যন্ত প্রতিবাদ-মিছিল হয়। এ ছাড়াও রাজ্যের প্রতিটি ব্লকে এই ধরনের প্রতিবাদ-মিছিলে শামিল হয়েছেন মহিলারা। শুধু আজ নয় আগামী কাল রবিবারও রাজ্য জুড়ে মহিলা তৃণমূল কংগ্রেসের ধরনা, অবস্থান-মিছিল চলবে।
আরও পড়ুন- ওয়াকফ বিলের প্রতিবাদে রানি রাসমণিতে জনস্রোত
নারী সুরক্ষায় জোর দিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্য বিধানসভায় অপরাজিতা বিল আনা হয়েছিল। কিন্তু নানা টালবাহানায় এখনও পর্যন্ত সেই বিল আইনে পরিণত করা হয়নি। তাই অবিলম্বে এই বিলকে আইনে পরিণত করে কঠোর সাজার যে বিধান রয়েছে তা কার্যকরী করতে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এভাবেই মহিলারা রাজ্যকে উত্তাল করে দিলেন প্রতিবাদে। কেন্দ্র চাইলেই বিল আইনে পরিণত হতে বেশি সময় লাগে না। কিন্তু তা না করে অপরাজিতা বিল ঝুলিয়ে রাখা হয়েছে। যে কঠোর শাস্তির সুপারিশ করে বিল পাঠানো হয়েছে তা আইনে পরিণত হলে শুধু বাংলা কেন, গোটা দেশের ক্ষেত্রেই তা হবে এক দৃষ্টান্তমূলক পদক্ষেপ।