বাংলা মোদের গর্ব

মেলার পাশাপাশি থাকবে নানান প্রদর্শনী, হস্তশিল্প মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। তিনদিন ব্যাপী এই মেলা চলবে ২৭ নভেম্বর পর্যন্ত।

Must read

শুক্রবার সন্ধ্যায় পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি দফতরের উদ্যোগে এবং হুগলি জেলা প্রশাসনের সহযোগিতায় শুরু হল বাংলা মোদের গর্ব। চন্দননগর সার্কাস ময়দানে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন চন্দননগর বিধানসভার বিধায়ক তথা মন্ত্রী ইন্দ্রনীল সেন।

আরও পড়ুন-ফের গ্যাস লিক

উপস্থিত ছিলেন আরামবাগ লোকসভার সাংসদ অপরূপা পোদ্দার, হুগলি জেলা পরিষদের সভাধিপতি শেখ মেহবুব রহমান, চন্দননগর পুরনিগমের মেয়র রাম চক্রবর্তী, ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল, পুরনিগমের কমিশনার স্বপন কুণ্ডু, হুগলির জেলাশাসক পি দীপাপ্রিয়া, হুগলি অতিরিক্ত জেলাশাসক নকুল মাহাতো, ভদ্রেশ্বর পুরসভার চেয়ারম্যান প্রলয় চক্রবর্তী, হুগলি-চুঁচুড়া পুরসভার পুরপ্রধান অমিত রায় প্রমুখ। মেলার পাশাপাশি থাকবে নানান প্রদর্শনী, হস্তশিল্প মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। তিনদিন ব্যাপী এই মেলা চলবে ২৭ নভেম্বর পর্যন্ত।

Latest article